Sreelekha Mitra: ঝর্নায় শ্রীলেখা যেন সেই মন্দাকিনী! বাম অভিনেত্রীর ভেজা ছবিতে নেটিজেন মহল গরম

ঝর্নায় ভিজে চুপসে গেছেন। ঠান্ডা পাহাড়ি জলে ভিজে আত্মহারা টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাঁধনহারা উচ্ছাসের সেই ছবি তিনি নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করেছেন।

ঝর্নায় ভিজে চুপসে গেছেন। ঠান্ডা পাহাড়ি জলে ভিজে আত্মহারা টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাঁধনহারা উচ্ছাসের সেই ছবি তিনি নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করেছেন। এর পরেই নেটিজেন মহল গরম। এমন শ্রীলেখা মুহূর্ত বারবার আসে না! এমনিতে শ্রীলেখার বক্ষ বিভাজিকায় ঝড় উঠে যায় সামাজিক মাধ্যমে। কে কী বলল তাতে ডোন্ট কেয়ার অভিনেত্রী থাকেন নিজের ছন্দে। তেমনই ঝড় তোলা ছবি দিয়েছেন। ঝর্নায় ভেজা শ্রীলেখাকে দেখে আশির দশকে বিতর্কিত “রাম তেরি গঙ্গা মইলি” নায়িকা মন্দাকিনীকে মনে পড়েছে অনেকের। কেউ কেউ ঝর্নায় মন্দাকিনীর সাহসী দৃশ্যের স্নানের সাথে শ্রীলেখা মিত্রের সাদৃশ্য পেয়েছেন।

ঝর্নায় শ্রীলেখা মিত্র নিজের স্নানের দৃশ্যের ছবি দিয়ে লিখেছেন,এটি উত্তরাখণ্ডের নীরগড় জলপ্রপাত। উত্তরাখণ্ড পর্যটন বিভাগের তথ্য, হৃষিকেশ থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে এই জলপ্রপাত। আর টলিউডের সিপিআইএম স্টার প্রচারক শ্রীলেখা সেই ঝর্নায় ভিজে গরম হাওয়া ছড়িয়ে দিয়েছেন। তিনি রাজনৈতিক কারণেও চর্চিত। টলিউডের চলতি তৃণমূল হাওয়ার উল্টোদিকে থেকে তিনি সিপিআইএমের প্রচারক। তৃণমূল কংগ্রেস সরকারের প্রবল সমালোচক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতাকে তুলোধনা করেন। বিরোধী দল বিজেপির বিরুদ্ধেও প্রবল সরব শ্রীলেখা।

   

দুর্নীতির একাধিক মামলায় তৃণমূূল নেতা মন্ত্রীরা কেউ জেলে, কেউ বারবার জেরার মুখে পড়ছেন। টলিউডের তৃণমূলী অভিনেত্রীরা জেরার মুখে পড়েছেন। জানা যাচ্ছে আরও একগুচ্ছে টলি তারকাকে জেরা করতে চলেছে ইডি।