টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বর্তমানে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে। তবে তাতে কি? চর্চার তালিকায় সবসময় শ্রীলেখা থাকবেনই। কখনো তার পোশাক তো কখনো আবার তার করা কোনো মন্তব্য, প্রায়ই শিরোনাম দখল করেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। সত্যি কথা যুক্তিযুক্ত ভাবে বলতে বরাবরই ভালোবাসেন শ্রীলেখা। সত্যি কথা বলতে কখনোই ভয় পান না তিনি। যার জন্য অনেক সময় এমন মন্তব্য করে ফেলেন যাতে সমালোচনার শিকার হতে হয় তাকে। নেটিজেনদের কাছে ট্রোলও হতে হয়েছে বেশ কয়েকবার। তবে এসবে কুছ পরোয়া নেই শ্রীলেখার।
এখন অভিনেত্রীর আরও একটি পোস্টকে ঘিরে সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিনেত্রীর ওই পোস্টে দেখা যাচ্ছে অভিনেত্রী পরনে রয়েছে লাল রঙের একটি টি-শার্ট, নো মেকআপ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সব থেকে বেশি দৃষ্টি কেটে কেড়েছে অভিনেত্রীর হাতের কলা।
ব্যাকগ্রাউন্জে বাজছে ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমার জনপ্রিয় গান, ‘অকেলে হ্যায় তো ক্যয়া গম হ্যায়’! এই পোস্টের সঙ্গে অবশ্য সতর্কবার্তা জুড়ে দিয়েছেন অভিনেত্রী। এই পোস্টের যেন দু-রকম মানে না খোঁজা হয়। ক্যাপশনে শ্রীলেখা লেখেন- ‘দু’রকম মানে করিনি এই পোস্টটি করে। সুস্থ মস্তিষ্ক পেতে রোজ কলা খান।’
আর অভিনেত্রীর এই পোস্টে পরিচালক অনীক দত্ত লেখেন, ‘PG… প্রশ্ন: কলা কেন একাকী? উত্তর: কারণ সেটা এটি কলা (অকেলা- A Kela)। তবে নোংরা চিন্তা-ভাবনা যাঁদের তাঁরা এই পোস্টটা অন্যভাবে দেখবে’।পরিচালক পরামিতা মুন্সীও শ্রীলেখার ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করেছেন। নেটিজেনদের কেউ কেউ ছবি নিয়ে ট্রোল করলেও শ্রীলেখার সাফ কথা ‘এই ছবি মুছব না’।
বর্তমানে শ্রীলেখাকে বড় পর্দায় দেখা না গেলেও পরিচালনার কাজ করছেন অভিনেত্রী। অভিনেত্রীর পরিচালিত ‘এবং ছাদ’ শর্ট ফিল্মটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও ‘বিটার হাফ’ নামের একটি ছবি পরিচালনা করেছেন শ্রীলেখা। সদ্য আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছেন শ্রীলেখা, তাঁর অভিনীত ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন কলকাতা’ ছবিটির জন্য।