শীতের রাতে উত্তেজনা আর উষ্ণতা ছড়ালেন মৌনি

Actress Mouni Roy

শীতের আমেজে খানিকটা উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। নিজের ইন্সট্রাগ্রাম পেজে মেদহীন শরীরে হট লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন মৌনি।বঙ্গতনয়ার একের পর এক বোল্ড ফটোশ্যুটে মুগ্ধ নেটজনতার একাংশ।

Advertisements

গোটা রাজ্যে করোনার দাপটে আতঙ্কের সৃষ্টি হলেও মৌনি কিন্তু এখন খোশ মেজাজে সময় কাটাচ্ছেন।কারণ আগামী ২৭শে জানুয়ারি গোয়ার সমুদ্র সৈকতে প্রেমিক সূরজ নামবিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মৌনি।এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি পর্ব।পাত্র সুরজ হলেন দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার।তাঁর নিজস্ব ব্যবসাও আছে।তাই এখন দুবাইতে প্রায় দেখা যায় অভিনেত্রীকে।যদিও সূরজের আদি বাড়ি বেঙ্গালুরুতে।

Advertisements

গত ডিসেম্বরেই গোয়াতেই ধুমধাম করে ‘ব্যাচেলরেট পার্টি’ সেরেছিলেন মৌনি। সমুদ্র বরাবরই পছন্দ তাঁর,তাই গোয়ায় সমুদ্রসৈকতেই বিয়ের অনুষ্ঠান হবে।ইতিমধ্যেই দক্ষিণ গোয়ার একটি বিলাসবহুল হোটেল বুক করেছেন অভিনেত্রী,সেখানেই পাত্র-পাত্রী থেকে আত্মীয়-পরিজনরা থাকবেন।তিন দিন ধরে চলবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান।নায়িকার বিয়ের থিম রং সাদা।ওইদিন সকলেই সাজবেন সাদা রংয়ের পোশাকে।শোনা যাচ্ছে,বিয়ের আসরে অংশ নেওয়ার ক্ষেত্রে আমন্ত্রিতদের মানতে হবে কড়া কোভিডবিধিও।প্রত্যেককে সঙ্গে রাখতে হবে জোড়া টিকাকরণের সার্টিফিকেট।

প্রসঙ্গত,বেঙ্গালুরুর বড় হওয়া মৌনির বাবা অনিল রায় ছিলেন একজন কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মী।তাঁর মা ছিলেন স্কুল শিক্ষিকা।মৌনি টেলিভিশনে কাজ করেই প্রথম অভিনয় জীবনে পা রেখেছেন।‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, ‘কস্তুরী’, ‘দেবো কা দেব মহাদেব’,‘নাগিন’ এর মত অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন এই বঙ্গতনয়া।যদিও পরবর্তী সময়ে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করে বড়পর্দায় ডেবিউ করেছেন মৌনী।প্রথম ছবিতেই বাজিমাত করেছেন অভিনেত্রী।এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেন তিনি। রাজকুমারের বিপরীতে ‘মেড ইন চায়না’ এবং নওয়াজউদ্দিনের সঙ্গে ‘বোলে চুড়িয়া’ ছবিতেও দেখা গিয়েছে লাস্যময়ীকে।এছাড়া ও অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মৌনি।