বোতাম খোলা শার্টে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন অভিনেত্রী দেবলীনা কুমার (Deblina Kumar)। নতুন ফটোশ্যুটে অভিনেত্রীর খোলা শার্টের ভেতর দিয়ে উঁকি দিচ্ছে কালো অন্তর্বাস।কালো রঙের অন্তর্বাসের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বক্ষ-বিভাজিকা।বোল্ড এই ছবিতে অভিনেত্রীর যৌবন যেন উপচে পড়ছে
।রঙ্গবতীর ফ্ল্যাট অ্যাবস,ছিপছিপে কোমর,সেক্সি ফিগার বরাবরই নজর কাড়েন অনুরাগীদের।দেবলীনা খোলা চুলে বোল্ড অ্যাটায়ারে নজর কেড়েছেন।দেবলীনার পোস্ট করা ছবির ক্যাপশনেটি বেশ আকর্ষণীয়।ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,’এখন প্রশ্ন উঠতে পারে,কেন আমি আমার আগের কাজের ছবি বা বর্তমান কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি।এর কারণ হল আমি মনে করি,আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া খুব ভাল মাধ্যম তোমার কাজ সম্পর্কে বোঝানোর জন্য। বিশ্বাস করুন সাইক্লিং আমরা প্রতিদিনের কাজেরই একটা অঙ্গ। যা আমাকে ফিট রাখতে সাহায্য করে। তেমনই নাচ এবং অভিনয় আমার পেশা।
যদিও আমি আমার বিয়ে নিয়েও অনেক কাজ করছি। আমি ভাল কাজ করার জন্য উৎসুক। আপনাদের যদি এই নিয়ে কোনও দ্বিধা থাকে যে আমি কোনও প্রজেক্টের অংশ হতে চাই কি চাই না, তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন’।দেবলীনা বরাবরই স্পষ্টবাদী।তাই ঠোঁটকাটা,স্পষ্টবাদী হিসেবেই তার বেশি জনপ্রিয়তা।কখনও নাচ,কখনও অভিনয়, কখনও শরীরচর্চা কোনও না কোনও ভাবে নিজেকে সর্বদা ব্যস্ত রাখতে পছন্দ করেন ফিটনেস ফ্রিক দেবলীনা।