কুণালের সিনেমা ‘সমালোচনায়’ দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলেন দেব

দেব নয়, মিঠুন চক্রবর্তীর অভিনয়ের কারণে ফ্লপ হয়েছে প্রজাপতি৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল সহ একাধিক মাধ্যমে কড়া সমালোচনা শুরু হয়েছে৷ এবার নিজের দলের মুখপাত্রকেই কড়া জবাব দিলেন প্রজাপতি ছবির অভিনেতা ও প্রযোজক দেব৷

MP Dev responded to Kunal Ghosh's movie criticism

দেব নয়, মিঠুন চক্রবর্তীর অভিনয়ের কারণে ফ্লপ হয়েছে প্রজাপতি৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল সহ একাধিক মাধ্যমে কড়া সমালোচনা শুরু হয়েছে৷ এবার নিজের দলের মুখপাত্রকেই কড়া জবাব দিলেন প্রজাপতি ছবির অভিনেতা ও প্রযোজক দেব৷

দেব সরাসরি জানিয়েছেন, দর্শকের আশীর্বাদে প্রজাপতি ছবিটি সগৌরবে চলছে। কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে দেবে জবাব, কাউকে উত্তর দেওয়ার জন্য নয়, কাউকে বোঝানোর জন্য নয়। আমার কাছে যদি আগামী দিনে ভালো স্ক্রিপ্ট আসে, আমার যদি মনে হয় আবার মিঠুনদাকে লাগবে, আমি মিঠুনদার কাছে যাবো। তবে মিঠুনদা হ্যাঁ বলবে কি না বলবে সেটা তাঁর ব্যাপার। মিঠুনদার অভিনয় নিয়ে আমার মনে হয় আমার দলের লোকেদের চুপ থাকাই উচিত।

এরপরেই দেব বলেন, সিনেমাটা আমার বিষয়৷ রাজনীতিটা আমার বিষয় নয়। সিনেমাটা আমি আমার বুঝে নেবো। সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বলব, ছবিটার ক্ষতি করবেন না৷ নন্দনে শো পাইনি, আক্ষেপ নেই। পশ্চিমবঙ্গের প্রতিটা হল হাউজফুল যাচ্ছে। ছবিটা হিট হলে আমারও লাভ। মিঠুনদারও লাভ।

দেবের কড়া মন্তব্য শুনে চুপ থাকেননি কুণাল। দেবের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন, আমার এতটুকু ইচ্ছা ছিল না সিনেমার ওপর কোনও মন্তব্য করার। কিন্তু দিলীপ ঘোষ এটা নিয়ে রাজনৈতিক মন্তব্য করেছিলেন৷ সাংবাদিকরা তার প্রতিক্রিয়ায় আমার থেকে মন্তব্য চেয়েছিলেন। আমিও রাজনৈতিক প্রতিক্রিয়া দিই৷ আমি সিনেমা নিয়ে কিছু বলতে চাইনি। জিনিসটা ভালো হত যদি দিলীপ ঘোষের মন্তব্যের পর দেব কিছু বলত। কিন্তু বলটা গড়াতে গড়াতে আমার কাছে আসে৷ তখন আমি মন্তব্য করি।