নতুন স্ত্রী সম্পর্কে ‘বিস্ফোরক’ সদ্যবিবাহিত আশিস

অভিনেতা আশীস বিদ্যার্থীর বিয়ের খবরে তোলপাড় বলিউড থেকে টলিউড। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে এই খবার এখন ভাইরাল। বিয়ের খবরে আশীস বিদ্যার্থীকে কটাক্ষের স্বীকার হতে হচ্ছে।…

Ashish Vidyarthi with wife Rupali Barua

অভিনেতা আশীস বিদ্যার্থীর বিয়ের খবরে তোলপাড় বলিউড থেকে টলিউড। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে এই খবার এখন ভাইরাল। বিয়ের খবরে আশীস বিদ্যার্থীকে কটাক্ষের স্বীকার হতে হচ্ছে। আনন্দের মধ্যেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে নেট মাধ্যমে। কেন হচ্ছেন সমালচিত? এক, এই বয়সে বিয়ের জন্য। দুই, প্রাক্তন স্ত্রী রাজশি বড়ুয়ার সঙ্গে ভাঙন।

এবার সরাসরি মুখ খললেন বর্ষীয়ান অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। তাঁর প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ, কীভাবে নতুন স্ত্রী রূপালির সঙ্গে পরিচয়, প্রেম, ভালোবাসা, সবটাই পরিস্কার করে বলেন। ট্রোলারদের কড়া জবাব দিয়ে বলেন যে তাঁর বয়স ৬০ নয়, ৫৭ এবং তারঁ নববধূর বয়স ৫০। চারিদিকে প্রচার হয়েছিল যে অভিনেতার বয়স ৬০।Ashish Vidyarthi gets married

   

২৫ মে সাতপাকে বাঁধা পড়েন আশীস বিদ্যার্থী। বৃহস্পতিবার আশিস বিদ্যার্থী বিয়ে করেন ফ্যাশন ডিজাইনার রূপালী বরুয়ার সঙ্গে। রূপালী আসামের নিবাসী। জানা গিয়েছে ছোট করে অনুষ্ঠান করে বিয়ে সারেন আশিস বিদ্যার্থী। বিয়েতে পরিবার এবং কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

Advertisements

বলিউডের বহু সিনেমায় কাজ করেছেন আশিস বিদ্যার্থী। ভিলেনের চরিত্রেই কাজ করেছেন বেশিরভাগ।
এর আগে আশিস বিদ্যার্থী রাজোশী বিদ্যার্থীকে বিয়ে করেন। রাজোশী বিদ্যার্থী একজন ভারতীয় অভিনেত্রী, গায়িকা এবং থিয়েটার আর্টিস্ট। তিনি বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ফের শুরু করেছেন নতুন ইনিংস।