প্লাস সাইজ ‘মোটা’ অভিনেত্রীদের কেন দেখা যায়না? উত্তর দিলেন Abir Chatterjee

আবির চ্যাটার্জী (Abir Chatterjee) টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। এর সঙ্গেই তিনি অনুরাগীদের কাছে আরো পছন্দের তার ব্যোমকেশ বক্সী চরিত্রের জন্য। তার নতুন ছবি ফাটাফাটি (Fatafati)…

আবির চ্যাটার্জী (Abir Chatterjee) টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। এর সঙ্গেই তিনি অনুরাগীদের কাছে আরো পছন্দের তার ব্যোমকেশ বক্সী চরিত্রের জন্য। তার নতুন ছবি ফাটাফাটি (Fatafati) বক্স অফিসে হিট করেছে। ছবিটি আজ ৭৫ দিন টানা সিনেমা হলে রয়েছে। এই ছবিটি একটি আবেগপ্রবণ বিষয়ের উপরে তৈরি হয়েছে। যেখানে মানুষের দেহের গঠন ও দেহ নিয়ে সমালোচনার বিরুদ্ধে। সঙ্গে ছবিতে রয়েছেন রিতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।

ফাটাফাটি সিনেমা হলে প্রথম রিলিজ হয় মে মাসের ১২ তারিখে। ছবিটি এখনো কিছু সিনেমা হলে দেখানো হচ্ছে। আগস্টের ৪ তারিখ থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি দেখা যাবে। India Today- কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আবির এই সিনেমাটি সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন। ছবিটি মানুষের শারীরিক গঠন নিয়ে তাচ্ছিল্যতার বেড়াজাল ভাঙতে চায়। এবং শারীরিক দিক থেকে মোটা নায়িকাদের কেনও সিনেমায় দেখতে পাওয়া যায় না।

‘ফাটাফাটি’ শরীরের ইতিবাচকতা সম্পর্কে জানান দেয়। ইন্ডিয়া টু ডে’কে দেওয়া সাক্ষাৎকারে আবির চ্যাটার্জী বলেন, ” অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদের যাদের জন্য আজ ৭৫ দিন সিনেমাটি হলে চলছে”। ছবির বিষয় তিনি বলেন, ” এটি একটি আবেগপূর্ণ চলচ্চিত্র। যদিও এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। তা হল শরীরের ইতিবাচকতা এবং বডি শেমিং। যা একটি পরিবার-ভিত্তিক চলচ্চিত্র”।

তিনি ছবির বিষয় নিয়ে আরো বলেন, “এটি একজন স্বামী, স্ত্রীর গল্প যেখানে কীভাবে তারা সমস্ত সংগ্রাম এবং অসুবিধা কাটিয়ে ওঠে তার একটি সাধারণ গল্প রয়েছে। আপনি আপনার পরিবারের সঙ্গে এই ছবিটি দেখতে পারেন। এবং আপনার পরিবারের সঙ্গে আরও একবার প্রেমে পড়তে পারেন”।

আমরা এখনো এমন এক সমাজে বাস করি যেখানে মোটা মানুষকে অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এই বিষয়ে আবির চ্যাটার্জি বলেন, ” একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হল আমরা ছবির মাধ্যমে মোটা হওয়ার প্রচার করিনি। শুধু অতিরিক্ত ওজনই নয়, কম ওজন হওয়াও একটি সমস্যা। আপনার যদি সমস্যা হয় তাহলে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন। তবে আমাদের মূল বক্তব্য লোকের কোনও অধিকার নেই আপনার শরীরের বিষয়ে কিছু বলা। আমার সঙ্গেও এমন ঘটনা অনেক ঘটেছে”।

বহুবার ট্রোলের শিকার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ” আমি একজন অভিনেতা হিসেবে বহুবার ট্রোলের শিকার হয়েছি। আপনার শারীরিক গঠন ওজন নিয়ে যদি কেউ নেতিবাচক মন্তব্য করে কষ্ট দেয় তাহলে তাদের কথা কানে নেবেন না। তাদের জন্য বলব নিজের চরকায় তেল দিন”।

তিনি আরো বলেন, আমি কখনো বলি না যে এই ছবিটি দেখার পর রাতারাতি সব নেতিবাচক মন্তব্য বন্ধ হয়ে যাবে। তবে যারা এ ঘটনার স্বীকার হয় তাদের মধ্যে আত্মবিশ্বাস একটু হলেও বেড়েছে। আমরা দর্শকদের সঙ্গে কথা বলেছি এবং তাদের আত্মবিশ্বাস বাড়ার কথা জানতে পেরেছি”।

তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে কেন চেহারায় ভারী অভিনেত্রী নেই, তখন তিনি বলেন, ” এটা করতে একটু সময় লাগবে। অনেক নিয়ম পরিবর্তন করতে হবে। আমাকে অনেকে বলে তোমার বাইসেপ ফুল নেই। আমি রোজ জিমে যাওয়া সত্ত্বেও কেনও ফুল বাইসেপ নেই এই বিষয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি, আমি শরীর তৈরি করার জন্য জিমে যাই না আমি ভালোবাসি তাই যাই”।