Ira Khan Wedding: এদিন বিয়ে করছেন আমির কন্যা, রইল বিয়ের সমস্ত খুঁটিনাটি

Ira Khan Wedding: আমির খানের মেয়ে ইরা খান প্রেমিক নুপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। গত বছর ইতালিতে অনুষ্ঠিত জমকালো বাগদান অনুষ্ঠানের পর এবার সুপারস্টার…

Ira Khan Wedding

Ira Khan Wedding: আমির খানের মেয়ে ইরা খান প্রেমিক নুপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। গত বছর ইতালিতে অনুষ্ঠিত জমকালো বাগদান অনুষ্ঠানের পর এবার সুপারস্টার কন্যার বিয়ের তোড়জোড় শুরু। সোশ্যাল মিডিয়া জুড়ে উপছে পড়ছে ফ্যানেদের শুভেচ্ছা। যদিও ইরা বাবা আমির খানের মতো সিনেমা জগতে না এসে নিজের পছন্দের কেরিয়ার বেছে নিয়েছেন। তবুও তারকা বাবার কারণে তাঁর ব্যক্তিগত জীবন সর্বদাই শিরোনামে রয়েছে।

জানা গিয়েছে, 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই ইরা ও নূপুর বিয়ে করতে চলেছেন। বিদেশে বাগদান সম্পন্ন হলেও দেশেই হবে বিয়ে। বিয়ের জন্য উদয়পুরের একটি আইকনিক আউটডোের লোকেশন চূড়ান্ত করেছে। নতুন বছর শুরুর দুই দিন পর অর্থাৎ 3 জানুয়ারি উভয়েরই প্রথমে কোর্ট ম্যারেজ সারবেন। এবং তারপর একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে বিয়ের পিঁড়িতে বসবেন। ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন। ইরা ও নুপুরের রিসেপশনও দিল্লিতে হবে না বলে খবর। জানা গেছে, 13 জানুয়ারি মায়ানগরী মুম্বাইয়ে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করবেন হবু দম্পতি (Ira Khan Wedding)।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ira Khan (@khan.ira)

উল্লেখ্য, আর পাঁচটা প্রেমিকের মতো ইরা এবং নূপুরের প্রেমের গল্পও লকডাউনের সময় শুরু হয়েছিল। সেই সময়, আইরা বাবার বাড়িতে থাকতেন। এই সময়ে, নূপুর, একজন ফিটনেস প্রশিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই ফিটনেস সেশনের সময় দেখা হয় ইরার সঙ্গে। খুব অল্প সময়ের মধ্যে, দুজনের বন্ধন আরও ভালো হতে থাকে। এইভাবে প্রথমে বন্ধুত্ব, তারপর বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয় ইরা ও নুপুরের গল্প।