ওডিশার মধ্যে এক টুকরো কাশ্মীর, ঘুরে আসতে পারেন দারিংবাড়ি থেকে

দারিংবাড়ি। এই নামটার সঙ্গে অনেকেরই পরিচয় আছে। ওডিশার কাশ্মীর এই দারিংবাড়িতে (Daringbari) অনেকেই ঘুরতে যেতে চান। কিন্তু পুরী বা ভুবনেশ্বরের মতো সহজ পথনির্দেশিকার অভাবে অনেকের এখনও এই জায়গা অধরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উঁচু এই শৈলশহরে শীতকালে গেলে বরফ পেতেও পারেন। এমনকী এপ্রিল বা মে মাসেও ঠান্ডা অনুভূত হতে পারে।

কেন দারিংবাড়ি যাবেন?
মেঘ ও কুয়াশার অনন্য মিশেল এই দারিংবাড়িতে। রাস্তার দুপাশে পাইনের বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় মনে হবে না ওডিশায় আছেন। হিমালয়ের কোলে কোনও জায়গার কথা মনে পড়বে। ঘুরে দেখতে পারেন এখানকার কফির বাগান। দারিংবাড়ি থেকে যাওয়া যায় লুদু জলপ্রপাত, মড়ুবান্দা জলপ্রপাত ও পুতুদি জলপ্রপাতে। এর মধ্যে পুতুদি জলপ্রপাতের চারপাশের ঘন অরণ্য তাকে অনন্য করে তুলেছে। যেতে পারেন দুলুরি নদীর পাড়েও। এছাড়া রয়েছে লাভার্স পয়েন্ট, সাইলেন্ট ভ্যালি, হিল ভিউ পার্ক সহ একাধিক জায়গা।

   

কীভাবে যাবেন?
দারিংবাড়ি যেতে গেলে নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে। এরপর সড়কপথে যেতে হবে ১৩০ কিলোমিটার। সম্পূর্ণ রাস্তা সড়কপথে যেতে চাইলে নিকটতম বাস স্ট্যান্ড ফুলবনি।

কোথায় থাকবেন?
থাকার জন্য এখানে রিসর্ট ও হোম স্টে রয়েছে। এছাড়া অরণ্যের মাঝে নেচার ক্যাম্পেও থাকতে পারেন। তবে আগে থেকে সব বন্দোবস্ত করে তবেই যান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন