প্রকাশিত হল ইউপিএসসি ২০২৫ সালের পরীক্ষার তারিখ, রইল বিশেষ তথ্য

NTPC Exam Results Imminent as RRB Prepares for Declaration
NTPC Exam Results Imminent as RRB Prepares for Declaration

দেশের বৃহৎ সম্মানীয় সরকারি চাকরি পাওয়ার মূল সূত্র ইউপিএসসি পরীক্ষা। আগামী বৎসর কবে শুরু হবে এই পরীক্ষা তার দিনক্ষণ প্রকাশিত হল। এই পরীক্ষায় দেশের দেশের সেরার সেরারা সুযোগ পেয়ে থাকে। তবে প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি এখানে থাকে মেইনস, ইন্টারভিউয়ের মতো বড় ধাপ।দেখে নেওয়া যাক এই পরীক্ষা ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তারিখ।

সিভিল সার্ভিসেস পরীক্ষা

   

বহু প্রতীক্ষিত ২০২৫ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষা (প্রিলিমিনারি) আয়োজিত হবে ২৫ মে ২০২৫। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস (আইপিএস) এবং বাকি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য বিশদ জানতে পারেন ইউপিএসসির ওয়েবসাইটে। সিভিল সার্ভিসেস পরীক্ষা (মেইন) হতে পারে ২২ আগস্ট থেকে। সিভিল সার্ভিসেস পরীক্ষার নোটিফিকেশন ২২ জানুয়ারি থেকে শুরু হবে।

এনডিএ সিডিএস পরীক্ষা

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি নাভাল অ্যাকাডেমিতে ভরতির জন্য এই বিষয়ের পরীক্ষা জরুরি। এনডিএ সিডিএস পরীক্ষা (১) ২০২৫ সালের ১৩ এপ্রিল হতে চলেছে। ওই একই দিনে হবে কম্বাইন্ড ডিফেন্স সার্ভির পরীক্ষাও ।

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যান্ড কম্বাইন্ড জিও সায়ান্টিস্ট পরীক্ষা

৯ ফব্রুয়ারি ২০২৫,ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের বিষয়ের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে । পাশাপাশি কম্বাইন্ড জিও সায়ান্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষাও হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫।

অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেসের পরীক্ষাও এই ইউপিএসসির আওতায় হয়। এছাড়াও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, স্টেনোগ্রাফার (গ্রেড বি ও ডি), স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগের পরীক্ষা ইউপিএসসির আওতায় হয়। আইএফএস পরীক্ষা ২৫ মে, আর্মড পুলিস ফোর্সের পরীক্ষা ৩ অগস্ট রয়েছে। তাই আর দেরি না করে পরীক্ষার্থীরা আজ থেকেই শুরু করে দিক ইউপিএসসি ২০২৫ সালের পরীক্ষার প্রস্তুতিপর্ব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন