শীঘ্রই একাধিক পদে কর্মী নিয়োগ করবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

News Desk: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েকটি পদে কর্মী নিয়োগের প্রক্তিয়া শুরু করেছে। প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে মোট ৩১ টি শূন্যপদ…

Union Bank of India

short-samachar

News Desk: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েকটি পদে কর্মী নিয়োগের প্রক্তিয়া শুরু করেছে। প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে মোট ৩১ টি শূন্যপদ রয়েছে। স্পেশ্যালিটি অফিসারের ২৫ টি, চিফ রিস্ক অফিসারের ১ টি, চিফ ইকোনমিক অ্যাডভারটাইজারের ১ টি, চিফ ডিজিটাল অফিসারের ১ টি, হেড এপিআই ম্যানেজমেন্টের ১ টি, হেড অ্যানালিস্টের ১ টি, হেড ডিজিটাল লেন্ডিং এবং ফিন টেকের ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

   

আবেদনের শেষ তারিখ ৭.১.২০২২। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ততে হবে স্নাতক পাশ। পাশাপাশি, প্রার্থীর পেরেন্ট সংস্থা কিংবা সহায়ক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং হবে ভারতের মুম্বইতে।
https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।