অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে শতাধিক কর্মী নিয়োগ করছে পাবলিক সার্ভিস কমিশন

ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্টেন্ট প্রফেশর পদে নিয়োগ করা হবে একাধিক কর্মী। Advertisements https://www.jpsc.gov.in/data/Advertisement_06_22 ওয়েবসাইটে গিয়ে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া…

ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্টেন্ট প্রফেশর পদে নিয়োগ করা হবে একাধিক কর্মী।

Advertisements

https://www.jpsc.gov.in/data/Advertisement_06_22 ওয়েবসাইটে গিয়ে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

   

আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে চাকরির আবেদন করতে হবে। আবেদনের ফর্ম ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে এবং টেক প্রবিধান অনুযায়ী স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।

আবেদন করতে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৬০০ টাকা এবং তফসিলি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ১৫০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনেই ফর্ম ফিলাপের পেমেন্ট করতে হবে।