নিজামর্স’দের বিরুদ্ধে মারিও রিভেরার চ্যালেঞ্জ বুমেরাং হয়ে ফিরে এল

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ…

Mario Rivera

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ দলের হেডকোচ মারিও রিভেরা গোয়া ম্যাচের আগেই বলেছিলেন, “আমার প্রথম চ্যালেঞ্জ হবে দলের মেজাজ বদলানো।” মেজাজ বদল হতেই পারফরম্যান্সে ছাপ পড়েছিল,জিতেছিল লাল হলুদ ব্রিগেড। সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে লাস্ট বয় থেকে এক ধাপ ওপরে উঠে আসে এসসি ইস্টবেঙ্গল ১০ নম্বরে ৯ পয়েন্ট নিয়ে।

কিন্তু সোমবার এসসি ইস্টবেঙ্গল নিজামর্স’দের কাছে হেরে গেল ০-৪ ব্যবধানে। আর এই হারের লজ্জাতে লাল-হলুদ জনতার কাছে “The real Magician” হেডকোচ মারিও রিভেরা ম্যাজিক ফিকে হয়ে গেল।

শুধু যে নিজের ম্যাজিক ফিকে হয়ে গেল তাইই নয়, সঙ্গে এফসি গোয়া ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে স্প্যানিয়ার্ড জাদুকর মারিও রিভেরা বলেছিলেন, “আমার প্রথম চ্যালেঞ্জ হবে দলের মেজাজ বদলানো।” দলের খেলোয়াড়দের মেজাজের বদল হল গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশের জোড়া গোলে সেশনের প্রথম জয় পেল, যা নিয়ে হাপিত্যেশ করে বসেছিল ক্লাবের সভ্য থেকে অগণিত সমর্থকরা।ব্যস ওই পর্যন্তই।

পরের ম্যাচ সোমবারে মানোলো মার্কেজের হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে নিজের ছোড়াছুঁড়ি করা চ্যালেঞ্জ বুমেরাং হয়ে ফিরে আসল লাল-হলুদ জনতার “The real Magician” হেডকোচ মারিও রিভেরার কাছে। চ্যালেঞ্জ ছুঁড়ে জয় ছিনিয়ে এনেছিলেন এসসি ইস্টবেঙ্গল হেডস্যার রিভেরা নিজের প্রথম এনকাউন্টার এফসি গোয়ার বিরুদ্ধে। কিন্তু নিজামর্সদের বিরুদ্ধে ১৩ তম ম্যাচেই মারিও রিভেরার ওই চ্যালেঞ্জই “এপাশ ওপাশ ধপাস।”

চলতি ইন্ডিয়ান সুপার লিগে(ISL) হায়দরাবাদ এফসি এসসি ইস্টবেঙ্গলকে হেলায় উড়িয়ে দিয়ে এখন লীগ টপার, ১২ ম্যাচে ৫ ম্যাচে জয়,৫ ম্যাচ ড্র এবং ২ ম্যাচ হেরে পয়েন্ট টেবিল শীর্ষে, গোল পার্থক্যে ১৪। ISL পয়েন্ট টেবিলে দুই’তে কেরালা ব্লাস্টার্স এফসি,তিনে জামশেদপুর এফসি এবং চার নম্বরে চেন্নাইন সিটি এফসি।