বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক, প্রকাশিত তালিকা

State Bank will employ a large number of staff, according to the published list

News Desk: ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বড় সুখবর। বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

সার্কেল বেসড অফিসার পদে কর্মী নিয়োগ করবে এই ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আবেদন করা যাবে। স্টেট ব্যাঙ্ক দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর সিআরপিডি/সিবিও/২০২১-২২/১৯।

   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১.১২.২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ইচ্ছুক ব্যক্তিরা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

দুই ধাপে অনলাইন লিখিত পরীক্ষা হবে। প্রথম ধাপে ২ ঘন্টার ১২০ নম্বরের অবজেক্টিভ টেস্ট (এমসিকিউ ধরণ)। দ্বিতীয় ধাপে ৩০ মিনিটের ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট। এরপর‌ স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। প্রতি মাসের বেতন হবে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকার মধ্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন