বিপুল খরচের প্রাইভেট টিউশন নয়, সৌরভের E-learning অ্যাপে ঢুকতে বর্ধমানে রেকর্ড ভিড়

সম্প্রতি সৌরভ গাঙ্গুলীর টুইটে জল্পনা বেড়েছিল তিনি রাজনৈতিক মঞ্চে আসছেন। পরে তিনিই বিষয়টি স্পষ্ট করে জানান, এক ই লারনিং অ্যাপ (E learning) সংস্থার কথা। কম…

E larning 365 App education

সম্প্রতি সৌরভ গাঙ্গুলীর টুইটে জল্পনা বেড়েছিল তিনি রাজনৈতিক মঞ্চে আসছেন। পরে তিনিই বিষয়টি স্পষ্ট করে জানান, এক ই লারনিং অ্যাপ (E learning) সংস্থার কথা। কম খরচে এই অনলাইন কোর্স বিশেষত বাংলা মা়ধ্যমের পড়ুয়াদের জন্য এসেছে। অ্যাপটির কার্যকারিতা ও বিভিন্ন বিষয়ে জানতে বর্ধমান শহরে একটি সেমিনার হলো।

ই লারনিং ৩৬৫ অ্যাপটির এই সেমিনার হয় বর্ধমানে শহরের লায়ন্স ক্লাবে। এই সেমিনারে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক থেকে যারা পড়াবেন ও আগ্রহী পড়ুয়াদের ভিড় ছিল লক্ষনীয়।

   

Sourav-Ganguly

সংস্থার তরফে সিএমডি কুতুবউদ্দিন শেখ জানান, পড়ুয়াদের ভিড় দেখে বোঝা যাচ্ছে এই অ্যাপটি আগামী দিনে কী জনপ্রিয়তা পেতে চলেছে। তিনি জানান, মাধ্যমিক পড়ুয়াদের জন্য ১৯৯টাকা প্যাকেজ আছে। আর অষ্টম শ্রেনি পর্যন্ত ১৭০টাকা। অ্যাপটির মাধ্যমে শুধু পড়ানো নয়, এর সঙ্গে কেরিয়ার কাউন্সেলিং সহ বিভিন্ন বিষয় থাকছে। যারা পড়াবেন তাদের জন্য থাকছে নির্দিষ্ট বেতন কাঠামো। এর মাধ্যমে কর্মসংস্থান হবে।

বিভিন্ন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়েছেন, অ্যাপ ভিত্তিক পড়ানোর পদ্ধতিতে ক্রমশ রপ্ত হয়ে যাচ্ছে পড়ুয়ারা। ভবিষ্যতে এরকম পঠন পাঠন পদ্ধতি আরও বড় আকারে আসবে।