Group C Recruitment: শিশু সুরক্ষা দফতরে গ্রুপ-C কর্মী নিয়োগ! দেখে নিন বিস্তারিত

মুর্শিদাবাদ জেলার শিশু সুরক্ষা দফতরে (Child Protection Department) গ্রুপ-C কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকগুলি পদের জন্য নিয়োগ হবে। নিয়োগ করা হবে লোয়ার…

মুর্শিদাবাদ জেলার শিশু সুরক্ষা দফতরে (Child Protection Department) গ্রুপ-C কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকগুলি পদের জন্য নিয়োগ হবে।

নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট (LDC cum Typist), বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) এবং কাউন্সেলর (Counsellor) পদে।

   

লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য রয়েছে ১ টি শূন্যপদ। মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে থাকতে হবে কম্পিউটার স্কিল। ২১-৪০ বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ১৩,৫০০ টাকা প্রতি মাসে।
১ টি শূন্যপদ রয়েছে বেঞ্চ ক্লার্ক পদে। উচ্চ-মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে থাকতে হবে কম্পিউটার স্কিল। ২১-৪০ বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ১৩,৫০০ টাকা প্রতি মাসে।

কাউন্সেলর পদের জন্য ১ টি শূন্যপদ রয়েছে। সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সঙ্গে থাকতে হবে কম্পিউটার স্কিল। ২১-৪০ বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ১৩,৫০০ টাকা প্রতি মাসে।
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://depu.recruitmentmurshidabad.in ওয়েবসাইটে আবেদন করতে হবে। ২৩ জুন ২০২৩ আবেদনের শেষ তারিখ। পরীক্ষার তারিখও জানানো হয়েছে। পরীক্ষা হবে ১৬/০৭/২০২৩ তারিখে।