কর্মী নিয়োগ হতে চলেছে রাঁচির উচ্চ আদালতে , রইল বিজ্ঞপ্তি

ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির হাইকোর্টের পক্ষথেকে অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে ৪০০ এর বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদটির সম্পর্কে বিস্তারিত জানতে হলে ও আবেদন…

Job application

ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির হাইকোর্টের পক্ষথেকে অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে ৪০০ এর বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদটির সম্পর্কে বিস্তারিত জানতে হলে ও আবেদন করতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল। অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে আগামী ০৯ মে ২০২৪ তারিখের মধ্যে।

পদের নাম
ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির হাইকোর্টে আগ্রহী প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

   

শূন্যপদের সংখ্যা
অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে সবমিলিয়ে মোট ৪১০ টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের নুন্যতম স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। এবং এর পাশাপাশি মিনিমাম ২ বছরের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা
এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২১-৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী EWS, OBC, ST, SC ও PWBD প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

বেতন
অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে চাকরি পেয়ে গেলে যোগ্য প্রার্থীদের মাসিক বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা অবদি দেওয়া হবে বলে জানানো হয়েছে অফিসিয়াল নোটিশে।

আবেদন পদ্ধতি
অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে করতে হবে। তাহলে সবার প্রথমে এই www.assistant.jhc.org.in ওয়েবসাইটে যাবেন। তারপর আবেদন লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফর্মটি আসবে সেখানে নিজের নাম, ঠিকানা জন্মতারিখ সহ যাবতীয় কার্যক্রমের তথ্য দিয়ে নির্ভুলভাবে ফিলাপ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে দিবেন। তারপর আবেদন ফী প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন। তারপর সাবমিট হওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিবেন। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ দেখুন।

নির্বাচন প্রক্রিয়া
এখানে আগ্রহী প্রার্থীদের দু-ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা গুলোতে পাস করলে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

আবেদন ফী
এখানে আবেদন করার জন্য EWS, OBC, GEN প্রার্থীর জন্য ৫০০ টাকা ও ST, SC, PWD প্রার্থীর জন্য ১২৫ টাকা আবেদন ফী রেখেছে, যা অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফী পাঠানোর পদ্ধতি- ডেবিট ও ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ব্যাবহার করা যাবে।