কর্মী নিয়োগ হতে চলেছে কালিম্পং জেলার আদালতে গ্রুপ- বি, সি, ডি পদে

চাকরি প্রার্থীদের জন্য সুখবর।কালিম্পং জেলার আদালতের পক্ষথেকে যোগ্য প্রার্থীদের গ্রুপ- বি, সি, ডি লেভেলের পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। যেমন- স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন…

Kalimpong district court

চাকরি প্রার্থীদের জন্য সুখবর।কালিম্পং জেলার আদালতের পক্ষথেকে যোগ্য প্রার্থীদের গ্রুপ- বি, সি, ডি লেভেলের পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। যেমন- স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, নাইট গার্ড, অর্ডার্লি/অফিস পিওন ও সুইপার। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ মে ২০২৪ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা
এই পদগুলোতে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৩৭ টি।

   

যোগ্যতা
এখানে আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো সরকারি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী ও দশম শ্রেণী পাস।

বয়সসীমা
এখানে আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরে মধ্যে হতে হবে।

বেতন
এখানে চাকরি পাওয়ার পর প্রার্থীদের মাসিক বেতন পে করবে ১৭,০০০ থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি
এখানে আগ্রহী প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে সবার প্রথমে www.kalimpongcourtrecruit2024.in / www.kalimpong.dcourts.gov.in এই দুটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটি ওয়েবসাইট যাবেন। তারপর আবেদন লিংকে ক্লিক করবেন। তারপর নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় কার্যক্রমের তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা সহ বাকি সব প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।

নির্বাচন প্রক্রিয়া
এখানে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার অপারেশন টেস্ট এর মাধ্যমে এই সব পদে নিয়োগ করা হবে।

আবেদন ফী
এখানে আবেদন করার ক্ষেত্রে ST, SC, PWD ও ওবিসি প্রার্থীদের কাছ থেকে পদ অনুযায়ী আবেদন মুল্য চার্জ হবে, তা আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে করে আবেদন করবেন।