বিজ্ঞপ্তি প্রকাশ: দামোদর ভ্যালি কর্পোরেশন চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক: আংশিক সময়ের আরোগ্য পরিচারক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দামোদর ভ্যালী কর্পোরেশন (ডিভিসি) । প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করার কথা জানিয়েছে ডিভিসি.…

State Government Files Complaint Against DVC for Releasing Water Without Prior Notice

অনলাইন ডেস্ক: আংশিক সময়ের আরোগ্য পরিচারক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দামোদর ভ্যালী কর্পোরেশন (ডিভিসি) । প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করার কথা জানিয়েছে ডিভিসি. যদিও কর্মমেয়াদ পরবর্তীকালে তিন বছর পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কর্মমেয়াদ বৃদ্ধি সংক্রান্ত পর্যালোচনা করা হতে পারে প্রার্থীর এক বছরের কর্মক্ষমতার ওপর ভিত্তি করে। 

Advertisements

পদপ্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.বি.এস. ডিগ্রি ও কমপক্ষে এক বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এম.সি. আই. বা যেকোনো মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত মেডিক্যাল রেজিস্ট্রেশনের মানপত্র থাকা বাধ্যামূলক বলেও দাবি করা হয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে। স র্বাধিক ৬৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন উল্লেখ্য পদে।

বিজ্ঞাপন

নিয়োগের বিজ্ঞপ্তি কেবল ঝাড়খণ্ডের রামগড় শাখা দপ্তরের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানানো হয়েছে। ডিভিসির বিজ্ঞপ্তি অনুসারে, নিয়োগের পর কর্মীকে সপ্তাহে অন্তত তিনদিন শাখাদপ্তরে উপস্থিত থাকতে হবে এবং কমপক্ষে চার ঘণ্টা প্রতিদিনের চুক্তিতে কাজ করতে হবে। যদিও চূড়ান্ত কর্মঘন্টার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে বলে উল্লেখিত প্রকাশিত বিজ্ঞপ্তিতে। নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে একত্রীকৃত ১০ হাজার টাকা প্রদানের কথাও জানানো হয়েছে ডিভিসির পক্ষ থেকে। নির্বাচিত প্রার্থীকে সমস্ত জরুরীকালিন রোগীদের সুস্রশার কাজে নিযুক্ত থাকতে হবে। নির্বাচিত প্রার্থী প্রয়োজনে রোগীকে নিকটবর্তী ডিভিসি হাসপাতাল কিংবা চিকিৎসালয়ে সুপারিশ করে দিতে পারেন।

আগ্রহী প্রার্থীকে আবেদন জানাতে হবে রামগড় শাখা দপ্তরের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ারের কাছে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে আগ্রহীদের আবেদন জানাতে হবে বলে জানানো হয় ডিভিসির তরফ থেকে। গঠিত বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বাছাই প্রক্রিয়ার সময় প্রার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হয় এই বিজ্ঞপ্তি ডিভিসির দাপ্তরিক ওয়েবসাইটে। প্রকাশিত বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।