Job News: দেশের সবথেকে বড় থার্মাল পাওয়ার প্ল্যান্টে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্ত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে (NTPC) প্রায় ৩০০ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্তমানে আমাদের দেশে যে সমস্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্লান্ট রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ প্লান্ট হলো এনটিপিসি। সংস্থার পক্ষ থেকে জানাই গিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে তারা।
৩০০ টি শূন্য পদের মধ্যে ১২০টি পদ ইলেকট্রিক্যাল বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য। অন্যদিকে বাকি ১২০ পদ থাকছে মেকানিক্যাল বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য সর্বশেষ বাকি ৬০ টি পদ থাকছে ইলেকট্রনিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য।
আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। সংসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই তিনটি পদের জন্য বেতন হবে ৬০ হাজার টাকা থেকে শুরু করে ১লক্ষ ৮০হাজার টাকা পর্যন্ত। আগামী ২শরা জুন পর্যন্ত করা যাবে আবেদন। বিস্তারিত জানতে NTPC এর নিজস্ব ওয়েব সাইট www.careers.ntpc.co.in এ ক্লিক করুন।