Jhargram: ঘিরে মার্ডার করার চেষ্টা হয়েছে, বিস্ফোরক দাবি মন্ত্রী বীরবাহার

অভিষেক ‘মুর্দাবাদ’ ধ্বনি দিয়ে ঘিরে ধরে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে (Jhargram) ঝাড়গ্রামে। হামলায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্থ। কু়ড়মি বিক্ষোভে (kurmi protest) সরগরম পরিস্থিতি।…

Minister Birbaha Hansda Alleges Attempted Murder and Explosives Incident in Jhargram

অভিষেক ‘মুর্দাবাদ’ ধ্বনি দিয়ে ঘিরে ধরে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে (Jhargram) ঝাড়গ্রামে। হামলায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্থ। কু়ড়মি বিক্ষোভে (kurmi protest) সরগরম পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) কুড়মি সমাজকে নিয়ে অমর্যাদাকর মন্তব্য করেছেন।

ঝাড়গ্রামের নারায়ণপুরে এই হামলার ঘটনায় সহ পুরো রাজ্য সরগরম। ঘটনাস্থলেই সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রীর অভিযোগ, ঘিরে ধরে মার্ডার করার পরিকল্পনা ছিল। তাঁর দাবির পর আরও গরম পরিস্থিতি। এর আগে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের অশালীন মন্তব্য নিয়ে প্রবল কুড়মি বিক্ষোভ হয়েছে। খড়্গপুরে আক্রান্ত হয় দিলীপ ঘোষের বাড়ি।

শুক্রবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচির পর ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর যাওয়ার সময় কুড়মি ঘেরাওয়ের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বীরবাহা হাঁসদা। মন্ত্রী বীরবাহার গাড়িতে লাঠি মেরে, পাথর ছুঁড়ে হামলায় অভিযুক্ত বিক্ষোভকারী কুড়মিরা।

কুড়মি সমাজের পক্ষ থেকে বলা হয়েছে এদিনের আন্দোলনে তাদের যোগ নেই। আর লোধাশুলির সভা থেকে অভিষেক ইঙ্গিত দেন ঘটনার পিছনে বিজেপি জড়িত। সবমিলে তীব্র সরগরম পরিস্থিতি। শনিবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরের শালবনিতে নবজোয়ার সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আগেই ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে তীব্র রাজনৈতিক উত্তেজনা। হামলার পর মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রাম সফর শেষে পশ্চিম মেদিনীপুরে যাচ্ছিলেন। সেই সময় ৫ নম্বর জাতীয় সড়কের উপর নারায়ণপুরে প্রবল কুড়মি বিক্ষোভ ও অবরোধের মুখে পড়েন তিনি। অভিষেকের কনভয়েই পৃথক গাড়িতে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসে কুড়মি বিক্ষোভ। শুরু হয় মন্ত্রীর গাড়িতে লাঠি মারা। হামলার মুখে মন্ত্রী বীরবাহার সাথে থাকা কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতাও কুড়মিদের হাতে মার খেয়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি এমনই যে ঝাড়গ্রাম জেলা পুলিশ অসহায়। বিক্ষোভকারী হাজার হাজার কুড়মিদের ঠেকাতে অপারক পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়া সফরের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুড়মিরা তৃণমূলকে ভোট দেয় না। তারা ভোট দিলে পুরুলিয়ায় দু় লক্ষের বেশি ভোটে হারত না তৃণমূল। এই মন্তব্যের জেরে ক্ষুব্ধ কুড়মি সমাজ। এদিন ঝাড়গ্রামে তারা অভিষেকের কনভয় আটকে দেন। কনভয় থেকে নিজের নামে মুর্দাবাদ স্লোগান শুনেছেন অভিষেক। কুড়মি সম্প্রদায়ের অভিযোগ, তাদের নিয়ে অভিষেকের মন্তব্য প্রত্যাহার করতে হবে।