West Bengal: পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে নয়া শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা

179
teacher recruitment
Advertisements

রাজ্যের (West Bengal) পঞ্চায়েত নির্বাচন পাখির চোখ করে জারি হতে চলেছে শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি। প্রথম পর্যায়ে প্রধান শিক্ষক নিয়োগকেই অগ্রাধিকার দিতে চাইছে রাজ্য শিক্ষা দফতর৷ প্রধান শিক্ষক নিয়োগের জন্য নয়া নিয়োগের বিধি প্রস্তুত করেছে এসএসসি।

ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যে তথ্য জমা দেওয়া হয়েছিল, সেখানে প্রধান শিক্ষক নিয়োগের পদে ২৩২৫টি শূন্য পদের উল্লেখ ছিল। এবার সেই নিয়োগের শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় পেশ করতে চলেছে স্কুল শিক্ষা দফতর।

Advertisements

এবার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হবে। পাশাপাশি, পরীক্ষা এবং কাউন্সিলিং-এর ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে বদল এসেছে ইন্টারভিউ-এর নিয়মনীতিতেও।

Advertisements

সুত্রের খবর, বিধি প্রস্তুত করে আইনি পরামর্শ নেওয়ার জন্য বহুদিন আগেই স্কুল শিক্ষা দফতরে পাঠিয়েছিল এসএসসি। আইনি পরামর্শ অনুযায়ী বিধি বিষয়ক খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে দ্রুত এসএসসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চাইছে রাজ্য সরকার৷

প্রধান শিক্ষকের সঙ্গে নবম দশম স্তরে নতুন শিক্ষক নিয়োগের জন্য ফের প্রস্তুতি শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। নবম-দশমে ১৩ হাজার ৮৪২ টি শূন্যপদে নিয়োগের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে কোন কোন সংরক্ষিত পদের জন্য কতগুলি করে শূন্যপদ থাকবে, তার তালিকাও চলে এসেছে রাজ্যের কাছে।

Advertisements