সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করতে চলেছে মেডিকেল কলেজ

নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করবে মালদা মেডিকেল কলেজ। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে…

Job application

নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করবে মালদা মেডিকেল কলেজ। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। এই নিয়োগের ক্ষেত্রে নেওয়া হবে না কোন লিখিত পরীক্ষা। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

Advertisements

নিয়োগকারী সংস্থা:-
Malda Medical College, Government of West Bengal

Advertisements

কোন কোন পদে নিয়োগ করা হবে:-
১.General Medicine
২.General Surgery
৩.G & O
৪.Radiology
৫.Anaesthasiology

যোগ্যতা:-
এখানে আবেদন করতে গেলে চাকরিপ্রার্থীদের MBBS এর সাথে P.Degree/Diploma/DNB করা থাকতে হবে, যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

বয়স:-
আবেদনের সর্বোচ্চ বয়স রাখা হয়েছে 45 বছর। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

নিয়োগের সময় সীমা:-
2 বছর

আবেদন পদ্ধতি:-
এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্টস সহযোগে ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলেই হবে।

নিয়োগ পদ্ধতি:-
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

ইন্টারভিউয়ের জায়গা:-
Office of the Principal, Malda Medical College, Singatala, English Bazar, Malda

তবে এখনও পর্যন্ত ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করা হয়নি । তাই ইন্টারভিউ এর তারিখ জানতে লক্ষ্য রাখতে হবে অফিসিয়াল ওয়েব সাইটে।