RPF নিয়োগ করতে চলেছে চার হাজারের বেশি শূন্যপদ, রইল বিস্তারিত তথ্য

রেলওয়ে সুরক্ষা বল (Railway Protection Force (RPF) -এ কর্মী নিয়োগ। একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ করবে।…

RPF Set to Recruit Over 4000 Vacancies

রেলওয়ে সুরক্ষা বল (Railway Protection Force (RPF) -এ কর্মী নিয়োগ। একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ করবে। ইতিমধ্যে রেলওয়ে সুরক্ষা বল (Railway Protection Force (RPF) -এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি
রেলওয়ে সুরক্ষা বল (Railway Protection Force (RPF) কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে – rpf.indianrailways.gov.in – করতে হবে।  ১৫ এপ্রিল থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৪ মে। কীভাবে কোথায় আবেদন করবেন বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে।

শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
৪৬৬০ টি শূন্যপদের জন্য নিয়োগ করবে আরপিএফ। এর মধ্যে SI পদের জন্য 452 টি শূন্যপদ এবং Constable হিসাবে 4208 জনকে নিয়োগ (RPF Recruitment 2024) করা হবে। এই শূন্যপদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে-RPF Recruitment 2024-ক্লিক করতে হবে।

যোগ্যতা
Constable পদের জন্য আবেদন ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতে হবে। অনুমোদন রয়েছে যে কোনও বোর্ড থেকে পাশ করলেই এই পদের (RPF Recruitment 2024) জন্য আবেদন করা যাবে। অন্যদিকে Sub-Inspector পদে আবেদন করতে হলে বিএ ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা
Constable পদের জন্য আবেদন নুন্যতম ১৮ বছর থেকে আবেদন (RPF Recruitment 2024) করা যাবে। সর্বোচ্চ আবেদনকারীর বয়স ২৫ বছর। অন্যদিকে Sub-Inspector পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২০ বছর থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ আবেদনের বয়স ২৫ বছর।