Madhyamik: পর্ষদের বিশেষ নির্দেশে ফল প্রকাশের আগেই খাতা রিভিউ

নতুন ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের। কারণ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার পরই মাধ্যমিকের (Madhyamik) ফল প্রকাশ। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট তাই সেখানে কোন ঘাটতি…

Madhyamik student west bengal

নতুন ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের। কারণ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার পরই মাধ্যমিকের (Madhyamik) ফল প্রকাশ। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট তাই সেখানে কোন ঘাটতি রাখতে নারাজ বোর্ড। সেই কারণেই ফল প্রকাশের আগেই খাতা পুনর্মূল্যায়ণের নির্দেশ দিতে পারে পর্ষদ।

বোর্ড সূত্রে খবর, যে পরীক্ষার্থীরা ৭ টির মধ্যে ৫ বা ৬টিতে ভাল নম্বর পেয়েছে কিন্তু একটি বা দু’টিতে পায়নি, তাদের খাতা পুনর্মূল্যায়নের জন্য পাঠানো হতে পারে প্রধান পরীক্ষকের কাছে। আবার যাদের ক্ষেত্রে একটিতে বা দু’টিতে ভালো নম্বর এসেছে, আর বাকি বিষয়গুলিতে মিলেছে অপেক্ষাকৃত কম নম্বর, তাদের খাতাও যেতে পারে রিভিউতে। মূল্যায়ন নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে, তার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে পর্ষদ।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান ‘যে ছাত্র-ছাত্রীদের উত্তরপত্রের মূল্যায়নে ত্রুটি থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাদের খাতাই রিভিউ করব আমরা। এর জন্য অনলাইনে বিষয়ভিত্তিক নম্বর পাঠানো হচ্ছে প্রধান পরীক্ষকদের কাছে। সমস্ত পড়ুয়ার ফল যাতে নিখুঁত হয়, তার জন্যেই এই নতুন ব্যবস্থা।’

বিগত বছরগুলিতে দেখা গেছে মাধ্যমিকের ফল প্রকাশের পর হাজার হাজার ছাত্র-ছাত্রীকে স্ক্রুটিনির জন্য আবেদন করতে। কেউ কেউ আবার তথ্যের অধিকার আইনে খাতা দেখতে চেয়েছে। এই ধরনের ঘটনায় প্রায় প্রতিটি ক্ষেত্রে পড়ুয়াদের নম্বর বাড়াতে হয়েছে পর্ষদকে। যার জেরে বদলে গিয়েছে মেধাতালিকাও। ফলে প্রশ্নের মুখে পড়েছে বোর্ডের মূল্যায়ন ব্যবস্থা। এবার তাই কোনও ফাঁক রাখতে চাইছে না পর্ষদ।

প্রসঙ্গত পর্ষদ জানিয়েছে,’ ১৬ এপ্রিল সকাল ৬টা থেকে ১৮ এপ্রিল দুপুর ২টো পর্যন্ত প্রধান পরীক্ষকদের কাছে বিষয়ভিত্তিক নম্বর পাঠানো হবে। যদি কোনও পরীক্ষার্থী বঞ্চিত হয়েছে বলে মনে হয়, তা হলে তার খাতা দ্বিতীয়বারের জন্য দেখবেন প্রধান পরীক্ষক। ওই ছাত্র বা ছাত্রীর খাতায় যথাযথ নম্বর দেবেন তিনি। উল্লেখ্য, শুধু মাত্র বোর্ডের তরফে চিহ্নিত করে দেওয়া খাতাগুলিকেই পুনর্মূল্যায়ন করতে হবে তাঁদের।’

এবারই প্রথম মাধ্যমিকে অনলাইনে নম্বর জমা দেওয়ার পদ্ধতি চালু করল পর্ষদ। ফলে প্রতিটা পড়ুয়ার বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন বোর্ডের পরীক্ষা নিয়ামক বিভাগের কর্তা-ব্যক্তিরা। যা বিশ্লেষণ করে রিভিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র মারফৎ মিলেছে খবর। এই ব্যবস্তা চালু হওয়ায় উপকৃত হবে সকল জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।