প্রচুর পদে নিয়োগ এনএইচপিসি লিমিটেডের অধীনে

সম্প্রতি এনএইচপিসি লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ট্রেনি অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি,…

প্রচুর পদে নিয়োগ এনএইচপিসি লিমিটেডের অধীনে

সম্প্রতি এনএইচপিসি লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ট্রেনি অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে প্রার্থীদের। সে ক্ষেত্রে প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই।এখনও পর্যন্ত মোট ৬৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। General, EWS এবং OBC (NCL) ক্যাটাগরির প্রার্থীদের ২৯৫ টাকা আবেদন ফি এবং SC/ST/PwBD/প্রাক্তন চাকরিজীবীদের আবেদন ফি দিতে হবে না।

যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে জানতে ক্লিক করতে পারেন-http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Gate2021_Eng.pdf

   
Advertisements

প্রার্থীদের নির্বাচন যথাক্রমে GATE- 2021 সালের নম্বর, CA/CMA নম্বর এবং ট্রেনি ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল), ট্রেনি অফিসার (ফিনান্স) এবং ট্রেনি অফিসার (কোম্পানি সেক্রেটারি)-এর জন্য CS স্কোরের ভিত্তিতে মেধা অনুযায়ী বাছাই তালিকা প্রকাশ করা হবে।