Job Vacancy: লিখিত পরীক্ষা ছাড়াই ৪৫০ টি শূন্যপদে মেডিকেল অফিসার পদে নিয়োগ করতে চলেছে AFMS

afms

মেডিকেল অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল AFMS (Job Vacancy)। যে সকল প্রার্থীর এখানে আবেদন (Job Vacancy) করতে তারা প্রস্তুত থাকুন। কারন এখানে আবেদন শুরু হবে আগামী ১৬/০৭/২০২৪ তারিখে এবং আবেদন শেষ হবে ০৪/০৮/২০২৪ তারিখে। তবে এখানে ভারতবর্ষের আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস (Job Vacancy) এর তরফে মেডিকেল অফিসার পদে কয়েকশো কর্মী নিয়োগ করা হবে।

সংস্থাঃ-
আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস (AFMS)

   

পদঃ-
মেডিকেল অফিসার

শূন্যপদঃ-
৪৫০

বেতনঃ-
যে সমস্ত নিযুক্ত প্রার্থীরা (Job Vacancy) চাকরির জন্য নির্বাচিত হবেন তাদের মাসিক বেতন কত দেওয়া হবে তার সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ নেই।

যোগ্যতাঃ-
প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

বয়সঃ-
৩৫ বছর

আবেদন প্রক্রিয়াঃ-

আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের (Job Vacancy) মেডিকেল অফিসার পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে (amcsscentry.gov.in) ফর্মের লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে হবে।

৩০,০০০ টাকা বেতনে, পরীক্ষা ছাড়াই নিয়োগ করতে চলেছে IRCTC, কিভাবে আবেদন করবেন দেখুন

আবেদন ফীঃ-
আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়াঃ-
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর-এর মাধ্যমে চাকরিতে নির্বাচিত( Job Vacancy)  করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন