মাত্র দ্বাদশ পাসেই লোভনীয় চাকরির বিজ্ঞপ্তি BSF-এর

এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। জানা গিয়েছে, বিএসএফ হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল) এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন…

এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। জানা গিয়েছে, বিএসএফ হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল) এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র আহ্বান করেছে।

গত ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত কর্মসংস্থান পত্রিকায় এই নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে বিএসএফ। এছাড়া bsf.gov.in বিএসএফের ওয়েবসাইটেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হেড কনস্টেবল ও সাব ইন্সপেক্টর মিলিয়ে মোট ৩২৩টি শূন্যপদ রয়েছে। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তথ্য এখনও দেওয়া হয়নি। বিএসএফ-এর নিয়োগের বিজ্ঞাপন অনুযায়ী, হেড কনস্টেবল ও এএসআই নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও সংখ্যাঃ

হেড কনস্টেবল – ৩১২ টি পদ
এএসআই – ১১টি পোস্ট

বিএসএফ হেড কনস্টেবল ও এএসআই-এর বেতন
হেড কনস্টেবল- লেভেল-৪ (২৫৫০০-৮১১০০/-)
এএসআই- লেভেল-৫ (২৯২০০-৯২৩০০/-)

BSF হেড কনস্টেবল এবং এএসআই পদের জন্য যোগ্যতা
– প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ পাস করতে হবে।
– প্রার্থীদের শর্টহ্যান্ড এবং শর্টহ্যান্ড / টাইপিং স্পিড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
– প্রার্থীদের শারীরিক ও মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

বয়সসীমা- ১৮ থেকে ২৫ বছর