৫ বছরে কাজ হারাবেন প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ: WFO

যন্ত্রের কাছে মানুষের পরাজয় শুরু হয়েছে বহুদিনই। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম বা ডব্লিউইএফ (WFO) একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, আগামী ৫ বছরে বিশ্ব জুড়ে কাজ হারাতে পারেন প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ!

The World Future Organization (WFO) has predicted that 1.4 million people will lose their jobs within the next five years. Read on for more details.

যন্ত্রের কাছে মানুষের পরাজয় শুরু হয়েছে বহুদিনই। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম বা ডব্লিউইএফ (WFO) একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, আগামী ৫ বছরে বিশ্ব জুড়ে কাজ হারাতে পারেন প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ!

বিশ্ব জুড়ে বিভিন্ন ক্ষেত্রে সফল ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রয়োগ শুরু হয়েছে। এর ব্যবহার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর কারণেই আগামী ৫ বছরে বিশ্ব জুড়ে কাজ হারাতে পারেন প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ!

উল্লেখ্য, বিশ্বের প্রায় ৮০০ সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে তৈরি হয়েছে রিপোর্টটি। সংশ্লিষ্ট সংস্থাটি সুইত্‍জারল্যান্ডের দাভোসে প্রতি বছরই একটি আলোচনাসভার আয়োজন করে। এ বারের আলোচনায় উঠে এসেছিল ২০২৭ সালের মধ্যে সারা বিশ্বে ৬ কোটি ৯ লক্ষ নতুন চাকরির কথা। একই সঙ্গে উঠে এসেছে ৮ কোটি ৩ লক্ষ মানুষ যে কর্মহীন হয়েও পড়বেন কথাও।

সমীক্ষা বলছে, আগামী ৬ বছর শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জেরেই প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষের কাজ চলে যাবে। যা বর্তমান কর্মসংস্থানের প্রায় ২ শতাংশ!

এখন অসংখ্য বহুজাতিক ব্যবসায়িক সংস্থা তাদের কাজের একটা বড় অংশ যন্ত্রের মাধ্যমেই করাচ্ছে। বিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নয়ন ঘটছে, তার জেরেই কর্মক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হচ্ছে।

বিশেষজ্ঞেরা বলছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন সংস্থায় কর্মীসংকোচন হবেই। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বহু ভাল দিকের সাথে নেতিবাচক বিষয় হল কর্মীসংকোচন, যার আভাস এখনই মিলছে।

এটা ঠিক যে, কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য সংস্থাগুলি কিছু নতুন কর্মী নিয়োগ করতে বাধ্য হবে, তবে এর ব্যবহারের জেরে পুরনো কর্মীদের উপরই কোপ পড়বে।