Sunday, December 7, 2025
HomeEducation-CareerJob: হন্যে হয়ে চাকরি খুঁজছেন? চলছে বিপুল নিয়োগ

Job: হন্যে হয়ে চাকরি খুঁজছেন? চলছে বিপুল নিয়োগ

- Advertisement -

চাকরি নেই? আপনিও কি হন্যে হয়ে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। এই করোনা মহামারীকালে বহু মানুষ চাকরি হারিয়েছেন। একাধিক সংস্থায় হয়েছে কর্মী ছাঁটাই। যার জেরে দেশে বেড়েছে বেকারত্বের হার। তবে আপনার জন্য চাকরির সুযোগ নিয়ে এল তামিলনাড়ুর লোক নির্মান বিভাগ।

জানা গিয়েছে, এই বিভাগ অ্যাপ্রেন্টিস পদের জন্যে দারুন কাজের সুযোগ নিয়ে এসেছে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

   

কীভাবে আবেদন করবেনঃ

প্রার্থীকে অনলাইনের মাধ্যমে এই পদের আবেদন করতে হবে। পিডাবলুডি’র সরকারি ওয়েবসাইট tn.gov.ইন-এ আবেদন করতে হবে।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫০০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি।

পদের নামঃ

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ ৩৪০টি শূন্যপদ।

টেকনিশয়ন অ্যাপ্রেন্টিসঃ ১৬০টি শূন্যপদ।

বেতনঃ

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ ৯০০০ টাকা।

টেকনিশয়ন অ্যাপ্রেন্টিসঃ ৮০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীকে বিই কিংবা বিটেক করতেই হবে। ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত ট্রেডার্স নিয়ে করতে হবে তা সে যে কোনও মান্যতাপ্রাপ্ত সংস্থান থেকে করলেই হবে। অন্যদিকে টেকনিশয়ন অ্যাপ্রেন্টিস পদের জন্যে আবেদনকারীকে ইঞ্জিয়ারিংয়ে ট্রেডে ডিপ্লোমা করতেই হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে তামিলনাড়ুর পিডাবলুডি অফিসের তরফে দেওয়া।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular