Airport Authority of India: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় প্রচুর চাকরি, রইল আবেদন পদ্ধতি

চাকরি করার ইচ্ছা সকলেরই থাকে। সে যে শাখা থেকেই উত্তীর্ণ হোকনা কেন। তবে আপনার কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ! চাকরির পরিকল্পনা চলছে ? তাহলে এই…

job for Airport Authority of India

চাকরি করার ইচ্ছা সকলেরই থাকে। সে যে শাখা থেকেই উত্তীর্ণ হোকনা কেন। তবে আপনার কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ! চাকরির পরিকল্পনা চলছে ? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য উপযুক্ত। কারণ Airport Authority of India একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে জুনিয়ার এক্সিকিউটিভ পদের জন্য এই নিয়োগ করা হবে। কোথায় কীভাবে আবেদন করবেন বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

আবেদন পক্রিয়া
Airports Authority of India- এ আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং আইটি সহ একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। এই আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে । আবেদনের জন্য প্রথমেই Airports Authority of India -র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে Airports Authority of India তে লগইন করতে হবে। তাছাড়াও এই লিঙ্কে – aai.aero ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবদনের শেষ তারিখ আগামী ১ লা মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

   

শূন্যপদ
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে তাদের সংস্থায় ৪৯০টি জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল) ৯০ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। এছাড়া জুনিয়ার এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিকাল) শূন্যপদ ১০৬ টি, জুনিয়ার এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) হিসাবে ২৭৮ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি আর্কিটেকচার হিসাবে ৩ জনকে নিয়োগ করা হবে। এছাড়া অতিরিক্ত ১৩ টি শূন্যপদও রাখা হয়েছে।

চাকরি প্রার্থীদের যোগ্যতা এবং বয়সসীমা
Airports Authority of India তে একাধিক শূন্যপদে চাকরি পেতে বিভিন্ন পদের জন্য ইঞ্জিনিয়ারিং শাখায় উত্তীর্ন আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন।  পাশাপাশি এখানে বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত থাকা জরুরী। তবে কিছু ক্ষেত্রে অবশ্য বয়সে ছাড় দেওয়া হয়েছে।

নিয়োগ পক্রিয়া
Airports Authority of India নিয়োগ নিয়োগ হতে GATE 2024 উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।