উচ্চমাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য সুখবর, নিয়োগ শুরু করবে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি

1203
Indira Gandhi Open University Logo

উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য সুখবর। ২০০টি শুন্য পদ নিয়ে এলো ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনু (Indira Gandhi Open University)। সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে এই শুন্য পদের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র অ্যাসিসটেন্ট কাম টাইপিস্ট পদের জন্য আবেদন নেওয়া হবে বলে জানানো হয়েছে। বর্তমানে দেশের সরকারি চাকরির সুযোগ সম্পর্কে আমরা সকলেই অবগত, অন্যদিকে সরকারি চাকরির জন্য অনেকেই অধ্যবসায় করছেন দিনের পর দিন। অন্যদিকে বেসরকারি চাকরিতে বেতন ক্রম বেশি হলেও হার ভাঙ্গা খাটনির জন্য অনেকেই সেই দিকে যেতে চান না। তাই এবার প্রকাশ্যে এলো ভালো খবর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের ইংরেজি এবং হিন্দি ভাষায় দ্রুত টাইপের অভ্যাস থাকা বাধ্যতামূলক। আবেদন করার জন্য যেতে হবে ন্যাশাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ এর নিজস্ব ওয়েব সাইটে। তারপরে নির্দিষ্ট বিজ্ঞপ্তি দেখে নিজের নাম নথিভুক্ত করতে হবে।

নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজন নিজের রঙিন ছবি, সাক্ষর, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, জাতি ভিত্তিক শংসাপত্র বয়সের প্রমাণ। আবেদনকারীর বয়স হিসাবে ধার্য করা হয়েছে ১৮ থেকে ২৭ বছর। পাশাপাশি আরও জানা গিয়েছে মাসিক বেতন হবে ১৯,৯০০ থেকে ৬২,৩০০ টাকা পর্যন্ত। আগামী ২০শে এপ্রিল পর্যন্ত করা যাবে আবেদন।