HomeEducation-CareerIndian Railways: উচ্চমাধ্যমিক পাস করলেই ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ

Indian Railways: উচ্চমাধ্যমিক পাস করলেই ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ

- Advertisement -

ভারতীয় রেল (Indian Railways) প্রতি বছরই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক পদে চলে এই নিয়োগ। এবার NTPC (Non- Technical Popular Categories)-তে নিয়োগের ঘোষণা করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে NTPC (Non- Technical Popular Categories)-তে ৩৭ হাজার ৮৪২ শূন্যপদে এই নিয়োগ হবে। দ্বাদশ পাস করলে তবেই করা যাবে আবেদন। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে আবেদন করা যাবে দ্বাদশ পাস করেই। স্নাতক স্তর পাস করলেই আবেদন করা যাবে ট্রাফিক অ্যাসিস্টেন্ট, পণ্যবাহী ট্রেনের গার্ড, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, স্টেশন মাস্টার পদে।

   

এক্ষেত্রে যোগ্যতা দরকার –
দ্বাদশ পাসে যেসব পদে নিয়োগ হবে সেই পদে আবেদন জন্য বয়সের সীমা ১৮ থেকে ৩০ বছর।
স্নাতক পাসে যেসব পদে নিয়োগ হবে সেই পদে আবেদন জন্য বয়সের সীমা ১৮ থেকে ৩৩ বছর।
তফশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। পদ অনুযায়ী নির্ধারণ করা হবে বেতন।

কতগুলি ধাপে হবে পরীক্ষা?
কম্পিউটার বেসড পরীক্ষা (১)
১০০ নম্বর পূর্ণমানে ১০০টা প্রশ্ন থাকবে
৩০টি প্রশ্ন থাকবে অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিওনিংয়ের উপর।
৪০টি প্রশ্ন থাকবে সাধারণ সচেতনতার উপর।
মোট সময়সীমা দেড় ঘণ্টা।

কম্পিউটার বেসড পরীক্ষা (২)
১২০ নম্বর পূর্ণমানে ১২০টা প্রশ্ন থাকবে
৩৫টা প্রশ্ন থাকবে অঙ্ক এবং রিজিওনিংয়ের উপর।
৫০টা প্রশ্ন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং সাধারণ সচেতনতার উপর।
মোট সময়সীমা আড়াই ঘণ্টা।

তৃতীয় ধাপে হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা টাইপিং টেস্ট।
নিয়োগ প্রক্রিয়ার চতুর্থ ধাপে হবে নথি যাচাই।

অন্যদিকে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে নিয়োগের কথা ঘোষণা করেছে। অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়েজ- এর অফিশিয়াল ওয়েবসাইট rrcnr.org- এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। মোট ৩০৮১টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১১ ডিসেম্বর এবং তা চলবে ১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত।

- Advertisement -
Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular