প্রকাশিত হল ভারতীয় নৌবাহিনীর এমআর এবং এসএসআর পদের অ্যাডমিট কার্ড, রইল বিস্তারিত

প্রকাশিত হল ভারতীয় নৌবাহিনীর এমআর এবং এসএসআর পদের অ্যাডমিট কার্ড। যেসকল প্রার্থীরা আবেদন করে ছিলেন তারা শীঘ্রই ডাউনলোড করুন অ্যাডমিট কার্ড। তবে কী ভাবে এই…

Indian-Navy

প্রকাশিত হল ভারতীয় নৌবাহিনীর এমআর এবং এসএসআর পদের অ্যাডমিট কার্ড। যেসকল প্রার্থীরা আবেদন করে ছিলেন তারা শীঘ্রই ডাউনলোড করুন অ্যাডমিট কার্ড। তবে কী ভাবে এই এডমিট কার্ড ডাউনলোড করবেন তার বিস্তারিত তথ্য দেওয়া হল এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান নেভি 2024 এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি:-

   

প্রথমে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এ গিয়ে সেখানে নিজের রেজিস্টার্ড ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর পরবর্তী পৃষ্টায় যে পদে আবেদন করে ছিলেন সেই পদের নাম অনুযায়ী Admit Card 2024 লিঙ্কটি খুঁজে বের করে তাতে ক্লিক করতে হবে। অবশেষে এডমিট কার্ডটি স্ক্রিনে আসার পর, সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।

ইন্ডিয়ান নেভি এমআর এবং এসএসআর পরিক্ষার প্যাটার্ন:-

যে সব প্রার্থীরা এমআর এবং এসএসআর পদে আবেদন করেছেন তাদের পরিক্ষার প্যাটার্ন জানা জরুরী কারন পরিক্ষার প্যাটার্ন না জেনে ভালো নাম্বার পাওয়া সহজ বিষয় নয়। নিচে ছকের মাধ্যমে পরিক্ষার প্যাটার্ন ও সিলেবাস আলোচনা করা হলো। এখানে এমআর এবং এসএসআর পরীক্ষার বিষয় হিসাবে রাখা হয়েছে সাধারণ জ্ঞান,গণিত, বিজ্ঞান। যেখানে মোট প্রশ্ন থাকবে ১০০ + ৫০ নাম্বারের এবং পরীক্ষার সময় দেওয়া হবে ৬০ + ৩০ মিনিট।