ভারতীয় নৌ সেনায় চাকরির সুযোগ, ১৯শে জুন পর্যন্ত করা যাবে আবেদন

আপনি কি ভারতীয় সেনায় নিযুক্ত হতে চান! তাহলে এবার আপনার জন্যই বড়ো সুযোগ নিয়ে এলো ভারতীয় নৌ সেনা। সম্প্রতি ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে, আজ অর্থাৎ ২৯শে মে থেকে করা যাবে আবেদন। ভারতীয় নৌ বাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩৬৫টি শূন্য পদে নিয়োগ করবে ভারতীয় নৌ বাহিনী।

যদিও অগ্নিবীর প্রকল্পের ভিত্তিতে করা হবে নিয়োগ। এসএসআর এবং এমআর পদের জন্য করা যাবে আবেদন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ই জুন পর্যন্ত। তাছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অংক এবং পদার্থ বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হলে তবেই করা যাবে আবেদন।

   

আবেদন করার জন্য যেতে হবে ভারতীয় নৌ বাহিনীর নিজস্ব সাইটে। প্রথমে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে দিতে হবে যাবতীয় গুরুত্বপূর্ন তথ্য। একই সাথে নিজের ফিঙ্গার প্রিন্ট এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই নেওয়া হবে মেডিক্যাল টেস্ট। বিস্তারিত জানতে www.joinindiannavy.gov.in এই লিংকে ক্লিক করুন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন