বাজারে এলো OnePlus 11 5G Marble Odyssey লিমিটেড এডিশন, জানুন সমস্ত ফিচার

সাম্প্রতিক সময়ে আমাদের দেশে স্মার্টফোনের ব্যবহার আগের থেকে অনেকটাই বেড়েছে। যত দিন যাচ্ছে সাধারণ মানুষ ততই স্মার্টফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। কারণ বর্তমানে সমস্ত কিছুই…

সাম্প্রতিক সময়ে আমাদের দেশে স্মার্টফোনের ব্যবহার আগের থেকে অনেকটাই বেড়েছে। যত দিন যাচ্ছে সাধারণ মানুষ ততই স্মার্টফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। কারণ বর্তমানে সমস্ত কিছুই করা যায় স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে ভিন দেশের মানুষের সাথে কথোপকথন থেকে শুরু করে ইন্টারনেট এক্সেস সবই সম্ভব স্মার্টফোনের মাধ্যমে।

তাই আজকের দিনে দাঁড়িয়ে ভারতে রয়েছে বেশ কিছু নামিদামি স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। তাদের মধ্যে কেউ এগিয়ে কেউ বা পিছিয়ে। আর তাদের মধ্যেই অন্যতম হলো OnePlus। দেশের যুব সমাজের কাছে জনপ্রিয় এই ব্র্যান্ড। প্রধানত ক্যামেরার জন্য এই ব্র্যান্ড বরাবরই অন্যান্য সংস্থাকে পেছনে ফেলে রেখেছে। সম্প্রতি তারা আরো একটি স্মার্টফোন নিয়ে এসেছে। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, এই স্মার্টফোনের নাম OnePlus 11 5G Marble Odyssey।

   

সংস্থার পক্ষ থেকে আরও জানা গিয়েছে, এটি এই ফোনের লিমিটেড এডিশন। আর এই ফোনের পেছন দিকটি তৈরি করা হয়েছে মাইক্রোকৃষ্টালাইন স্টোন দিয়ে। আপাতত দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে এই স্মার্টফোন। যার মধ্যে একটি 8gb Ram এবং 128gb ইন্টানাল স্টোরেজ। যার দাম রাখা হয়েছে ৫৬,৯৯৯ টাকা। এবং অপর ভ্যারিয়েন্টটির মধ্যে 16gb Ram এবং 256gb ইন্টার্নাল স্টোরেজ। এই ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৬১,৯৯৯ টাকা।

৬.৭ ইঞ্চির স্ক্রিনের সাথে থাকছে ৫০০০ এমএইচের ব্যাটারি। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাছাড়া থাকছে ৫০ সোনির প্রাইমারি ক্যামেরা এবং ৩২ ও ৪৮ মেগাপিক্সেলের লেন্স। একই সাথে থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।