Air India: চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ, রয়েছে ৬৫৮টি শূন্য পদ

airindia job

বহু দিন ধরে এয়ার ইন্ডিয়াতে (Air India) চাকরি করার স্বপ্ন দেখছেন? কিন্তু তা বাস্তবায়িত করতে পারছেন না? এবার আপনাদের জন্যই এয়ার ইন্ডিয়ার (Air India) বড় খবর। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখনই আবেদন করুন। জেনে নিন বিস্তারিত-

আবেদনের শেষ তারিখ: কলকাতা বিমানবন্দরের জন্য আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল। লখনউ বিমান বন্দরের জন্যে আবেদনের শেষ তারিখ ২৭ এপ্রিল।

   

শূন্যপদ: মোট ৬৫৮ টি পদ শূন্য রয়েছে।
যোগ্যতা: পতিতা পদের জন্য পৃথক পৃথক যোগ্যতাসম্পন্ন ব্যক্তির প্রয়োজন। বিস্তারিত জানতে নিম্নে দেখুন।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যার নাম – aiasl.in।

পদ সমূহ – কলকাতা এবং লখনউ বিমানবন্দরের জন্য এয়ার ইন্ডিয়ার একাধিক শূন্যপদ খালি রয়েছে। পদগুলি হল –
১) Terminal Manager- এই পদের জন্য ১টি মাত্র পদ খালি রয়েছে।
২) Sub. terminal manager-pax- এই পদের জন্য ১ মাত্র আসন খালি রয়েছে।
৩) Junior Executive-Technical- ৫ টি পদ শূন্য রয়েছে।
৪) Deputy manager (Terminal)- ৬ টি পদ খালি রয়েছে।
৫) Utility Agent cum Ramp Driver- ৯৬ টি আসন খালি রয়েছে।
৬) Ramp Service Agent- ১২ জনকে নিয়োগ করা হবে।
৭) Aprentis- এই পদে ২৭৭ জনকে নিয়োগ করা হবে।
৮) Service Agent- ২০৬ টি শূন্য পদ রয়েছে।

নিয়োগ পদ্ধতি – এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি কোম্পানির তরফ থেকে।
এছাড়াও বিস্তারিত কোন তথ্য জানতে পানির অফিশিয়াল ওয়েবসাইটে দেখুন

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন