Parliament: করোনাকালে কতজন সরকারি চাকরি পেয়েছেন, সংসদে মন্ত্রীর হিসেব

গত দুই বছরে করোনা ভাইরাস মহামারী চলাকালীন প্রায় ১.৫৯ লাখ লোককে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে (Parliament) এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী…

Government Job

গত দুই বছরে করোনা ভাইরাস মহামারী চলাকালীন প্রায় ১.৫৯ লাখ লোককে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে (Parliament) এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে শূন্য পদ এবং অনুমোদন দেওয়া পদ সম্পর্কে তথ্য দিয়েছেন। এসময় তিনি বলেন, করোনা মহামারী চলাকালে সরকারি চাকরিতে প্রায় ১ লাখ ৫৯ হাজার লোক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে কোন বিভাগে কতজন নিয়োগ হয়েছে তাও জানান তিনি।

রাজ্যসভায় দেওয়া একটি উত্তর অনুসারে, এই সময়ের মধ্যে মোট ১,৫৯,৬১৫ জনকে নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে ৮৯১৩ জনকে UPSC, ৯৭৯১৪ জনকে SSC এবং ৫২৭৮৮ জনকে IBPS-এ নিয়োগ করা হয়েছে। এগুলি সেই সময়ের পরিসংখ্যান যখন গোটা দেশ করোনা মহামারীর কবলে। অর্থাৎ, ২০২০-২২ সময়কালের রেকর্ড তুলে ধরা হয়েছে।

একই সময়ে, রাজ্যসভার অধিবেশনে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে প্রায় ৯.৭৯ লক্ষ পদ খালি রয়েছে। মোট অনুমোদিত পদের সংখ্যা ৪০.৩৫ লক্ষ। ব্যয় বিভাগের পেমেন্ট রিসার্চ ইউনিটের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছর পয়লা মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগের অধীনে ৪০,৩৫,২০৩টি অনুমোদিত পদ ছিল।

একই সাথে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন যে সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে নতুন করে কোনও পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, করোনার কারণে সিভিল সার্ভিস পরীক্ষার প্রার্থীদের বয়সসীমা শিথিল করা হয়েছিল, এছাড়াও পরীক্ষার্থীরা যাতে আরেকবার পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হলেও, তা বিতর্কের সৃষ্টি করেছে। এই নিয়ে কিছু প্রার্থীর রিট পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে।