Government Job Opportunity: কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকে চাকরির সুযোগ

Road Transport Job Opening

Government Job Opportunity: এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে নিয়ে আসা হল চাকরির সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে খুব দ্রুত একাধিক পদে নিয়োগ করতে চলেছে সংস্থা।

বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেপুটি ম্যানেজার প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি প্রাইভেট সেক্রেটারি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে শূন্য পদের সংখ্যা ১৬টি। এক্ষেত্রে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।

   

তাছাড়া বিভিন্ন সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই শূন্য পদে আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে নো অবজেকশন লেটার দেখাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়োগ হবে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে। প্রাথমিকভাবে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে তিন বছর পর কাজের মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন