AC Maintenance Tips: এসির বয়স বাড়ছে! কি করে যত্ন নেবেন দেখে নিন

AC Maintenance Tips: বাংলা ক্যালেন্ডার মতে এটা আষাঢ় মাস। আর আসার মাস মানে বর্ষাকাল কিন্তু সেই অর্থে বর্ষার দেখা মেলেনি এখনো পর্যন্ত। তবে হাওয়া অফিস…

AC maintenance tips

AC Maintenance Tips: বাংলা ক্যালেন্ডার মতে এটা আষাঢ় মাস। আর আসার মাস মানে বর্ষাকাল কিন্তু সেই অর্থে বর্ষার দেখা মেলেনি এখনো পর্যন্ত। তবে হাওয়া অফিস বলছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে বর্ষা কিন্তু তাতেও ভ্যাপসা গরম সাধারণ মানুষের পিছু ছাড়ছে না।

তাই নিজেকে ঠান্ডা রাখতে এবং বাড়ি ফিরে একটু শান্তি পেতে সকলেরই ভরসা এয়ারকন্ডিশনার। আবার অনেকে ভাবছেন এই মুহূর্তে একটা নতুন এসি কিনে নিয়ে আসার কথা। আবার অনেকের বাড়িতে রয়েছে পুরনো এসি। তবে এসির বয়স যতই হোক না কেন সেটি যদি ঠিকভাবে ঘর ঠান্ডা করে তাহলেই শান্তি।

   

কিন্তু আপনার এসির বয়স যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে কিছু কথা মাথায় রাখা উচিত। প্রথমত দেখতে হবে আপনার এসি ঠিকভাবে ঘর ঠান্ডা করছে কিনা। যদি এসির ভেতরে কোন সমস্যা দেখা দেয় তাহলে টেকনিশিয়ান ডেকে সারিয়ে তুলুন এসি। একইভাবে এসির আউটডোর ইউনিটে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম পাইপ যার মধ্যে দিয়ে শীতল বাতাস চলাফেরা করে।

তবে সেই পাইপ যদি কোন কারণে নষ্ট হয়ে যায় তাহলে এসি ঠিকভাবে কাজ করবে না। তাছাড়া যখন আপনার বাড়ির এসি চলবে তখন অন্য কোন ভারী বৈদ্যুতিক সামগ্রী চালানো যাবে না। কারণ এসির সাথে যদি কোন ভারী বৈদ্যুতিক সামগ্রী চলে তাহলে সে ক্ষেত্রে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসবে এবং বাড়ির বিদ্যুৎ তারতম্য হওয়ার একটা সম্ভাবনা থাকে। যার ফলে আপনারা সেই সহজেই নষ্ট হয়ে যেতে পারে।