Government Job: ন্যাশনাল জুট বোর্ডে চাকরির সুযোগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

Government Job: আপনার কি ফিন্যান্স কিংবা অডিট এ ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে! তাহলে কেন্দ্র সরকার আপনাকে দেবে কাজের সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় বস্ত্রবয়ন মন্ত্রকের অধীনস্থ…

National Jute Board

Government Job: আপনার কি ফিন্যান্স কিংবা অডিট এ ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে! তাহলে কেন্দ্র সরকার আপনাকে দেবে কাজের সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় বস্ত্রবয়ন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল জুট বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফিন্যান্স কনসালটেন্ট পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। তবে শূন্য পদের সংখ্যা মাত্র একটি। কাজের জন্য পূর্বে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি।

একই সাথে প্রার্থীর বয়সও থাকে ৬৩ বছরের নিচে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই কাজের মেয়াদ এক বছরের জন্য কিন্তু নিযুক্ত ব্যক্তির কাজ দেখে যদি কর্তৃপক্ষ সন্তুষ্ট হয় তাহলে কাজের মেয়াদ প্রত্যেক বছর বাড়ানো হবে। তবে বয়সের গণ্ডি ৬৫ পেরোলে কোনোভাবেই সেই মেয়াদ বাড়ানো হবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে কাজের জন্য প্রত্যেক মাসে বেতন দেয়া হবে ৬০ হাজার টাকা। আবেদন করার জন্য প্রার্থীদের থাকতে হবে আইসিএ কোর্স অথবা এমবিএ ডিগ্রি। আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই। আবেদন করার জন্য সংস্থার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দেখে নিতে হবে। তাছাড়া আবেদনপত্র পাঠানো যেতে পারে সংস্থার নিজস্ব ইমেল আইডিতেও।