Smartphone: শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M34 5g, জানুন সমস্ত ফিচার

বর্তমানে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বাড়ছে স্মার্টফোনের (Smartphone) ব্যবহার। সাম্প্রতিক সময়ে এমন মানুষ খুব কম আছেন যাদের হাতে স্মার্টফোন নেই। কারণ স্মার্টফোন ছাড়া কোন…

Samsung Galaxy M34

বর্তমানে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বাড়ছে স্মার্টফোনের (Smartphone) ব্যবহার। সাম্প্রতিক সময়ে এমন মানুষ খুব কম আছেন যাদের হাতে স্মার্টফোন নেই। কারণ স্মার্টফোন ছাড়া কোন কিছুই সম্ভব নয় বর্তমান যুগে। বাড়ি বসে বিনোদন থেকে শুরু করে অনলাইনে পড়াশোনা এমনকি ভ্রমণের জন্য টিকিট বুকিং সবই সম্ভব স্মার্টফোনের মাধ্যমে।

তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া খুঁটিনাটি ঘটনা মুহূর্তের মধ্যে আমরা জানতে পারি স্মার্টফোনের মাধ্যমেই। সেই কারণে বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকার সংস্থা প্রায়ই তাদের নিত্য নতুন স্মার্ট ফোন লঞ্চ করছে ভারতের বাজারে। ভারতে যে সমস্ত স্মার্টফোন রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো samsung।

   

আর এবার samsung প্রেমিকদের জন্য এলো সুখবর। সম্প্রতি তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে Samsung Galaxy M34 5g খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। যদিও এই ব্র্যান্ড আগে থেকেই ছিল বাজারে কিন্তু এবার আরো নতুন কিছু ফিচার সংযুক্ত করেছে সংস্থা। সূত্রের খবর samsung galaxy M34 5g এর মধ্যে থাকবে 6gb RAM এবং 128gb intarnal storage।

এই মডেলটি আনুমানিক দাম হতে পারে প্রায় ১৬ হাজার টাকার কাছাকাছি। একই সাথে থাকছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন এবং ৬০০০ এমএইচ এর ব্যাটারি। তার সাথে অবশ্য দেয়া হয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অর্থাৎ মুহূর্তের মধ্যে আপনার স্মার্টফোন শূন্য থেকে একশো শতাংশ চার্জ হবে।