সিনিয়র অ্যাসিস্ট্যান্স পদে কর্মী নিয়োগ করতে চলেছে Flipkart, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ সিনিয়র অ্যাসিস্ট্যান্স পদে কর্মী নিয়োগ করতে চলেছে Flipkart। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ…

FLIPKART

short-samachar

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ সিনিয়র অ্যাসিস্ট্যান্স পদে কর্মী নিয়োগ করতে চলেছে Flipkart। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Flipkart India । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। ফ্লিপকার্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।

   

নিয়োগকারী সংস্থা:-
Flipkart

আবেদন পদ্ধতি:-
এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনকারী প্রার্থীদের বায়োডাটা বানিয়ে এর সাথে আধার কার্ড,প্যান কার্ড, ভোটার কার্ড,পাসপোর্ট ফটো 1 কপি, একটি পিডিএফ বানিয়ে 7439477211 এই WhatsApp নম্বরে পাঠিয়ে দিতে হবে।

পদ:-
সিনিয়র অ্যাসিস্ট্যান্স

যোগ্যতা:-
আবেদনকারী প্রার্থীদের এখানে আবেদনের জন্য মাধ্যমিক পাসের প্রয়োজন।

বয়স:-
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতন:-
প্রার্থীদের মাসিক 11,000 থেকে 12,000 টাকা বেতন দেওয়া হবে। এর সাথে PF+ESIC থাকবে। এর পাশাপশি সপ্তাহে 1 দিন ছুটি এবং ডিউটির সময় খাওয়া ফ্রী থাকবে।

কাজের ধরন:-
প্যাকিং, পিকিং, স্ক্যানিং

প্রার্থী বাছাই পদ্ধতি:-
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়ম করা হবে।

ইন্টারভিউ ঠিকানা:-
ESR Logistics Park (Mahabharat Motors,Uluberia,Howrah-711316)

ইন্টারভিউ এর সময়:-
সকাল 10 থেকে 11টা পর্যন্ত। তবে উপড়ে দেওয়া WhatsApp নম্বরের মাধ্যমে তারা জানিয়ে দেবেন ইন্টারভিউ এর তারিখ।

কাজের স্থান:-
উলুবেরিয়া Flipkart অফিস (বীরশিবপুর স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ)।

আবেদন মূল্য:-
এখানে চাকরির জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

তাই আর দেরি না করে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করুন শীঘ্রই।