SEBI: প্রচুর নিয়োগ এবার সেবি’র শূন্যপদে, রইল আবেদন পদ্ধতি

চাকরির দুনিয়ায় খুশির খবর। কারণ সেবি (SEBI) অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কর্মী নিয়োগ করতে চলেছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য এই নিয়োগ…

SEBI girl job

চাকরির দুনিয়ায় খুশির খবর। কারণ সেবি (SEBI) অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কর্মী নিয়োগ করতে চলেছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য এই নিয়োগ করা হবে। জেনারেল, লিগাল, ইনফরমেশন সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে সেবির তরফ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Advertisements

আবেদন পদ্ধতি
সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সরাসরি এই নিয়োগ করবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে – www.sebi.gov.in -করতে বলা হয়েছে।

   

শূন্যপদ
সেবি এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ৯৭টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যেমন ৬২ জনকে নিয়োগ করা হবে জেনারেল বিভাগে, পাঁচজনকে নিয়োগ করা হবে লিগাল বিভাগে, ইনফরমেশন টেকনোলজি বিভাগে ২৪ জন, ইঞ্জিনিয়ারিং সহ একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করবে সরকারি এই সংস্থা।

নিয়োগ পদ্ধতি
সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যোগ্য প্রার্থীকে বেঁছে নেবে। এজন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রত্যেক ধাপেই প্রার্থীর যোগ্যতাই শেষ কথা। দুটি পেপারের একটি অনলাইন পরীক্ষা প্রথম ধাপে দিতে হবে প্রার্থীকে।সেখানে পাশ করলে দ্বিতীয় ধাপের জন্য যোগ্য প্রার্থীদের ডাকা হবে। এরপর সর্বশেষ ইন্টারভিউ। দেশজুড়ে কাজ করে সেবি। বেঁছে নেওয়া যোগ্য প্রার্থীকে দেশের যে সেবির ব্রাঞ্চে নিয়োগ করা হবে।

বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী বেঁছে নেওয়া প্রার্থীকে জয়েনিংয়ের তারিখ থেকে দু’বছরের প্রবেশন পিরিয়ডে রাখা হবে। ন্যূনতম ৪৪৫০০ টাকা বেতন দেওয়া হবে। এরপর যদিও একাধিক অ্যালাউয়েন্স রয়েছে। আর সেই সমস্ত মিলিয়ে ১,৪৯,৫০০ টাকা বেতন পাবেন সেবির পদে যোগ্য প্রার্থী এমনটাই জানিয়েছে সেবি সংস্থা।