CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার চূড়ান্ত নির্ঘণ্ট জারি, বড় পরিবর্তন আনল বোর্ড!

নয়াদিল্লি: ২০২৬-এর বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল CBSE। বৃহস্পতিবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নির্ঘণ্ট জারি হল। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। সবচেয়ে বড় বিষয় হল, বছরে দু-বার দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষা নীতি (২০২০)-র অধীনে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে।

দশম শ্রেণীর পরীক্ষা শেষ হবে ১০ মার্চ এবং দ্বাদশের পরীক্ষা শেষ হবে ৯ এপ্রিল, বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। দুটি শ্রেণীর পরীক্ষাই সকাল ১০:৩০ থেকে বেলা ১:৩০ অবধি চলবে। প্রসঙ্গত, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর একটি অস্থায়ী পরীক্ষার নির্ঘণ্ট জারি করেছিল CBSE। যার উদ্দেশ্য ছিল, পরীক্ষা শুরুর বেশ কয়েকমাস আগে থেকে স্কুল, শিক্ষক এবং শিক্ষার্থীদের নতুন নিয়মের জন্য মানসিকভাবে প্রস্তুত করা। বৃহস্পতিবার চূড়ান্ত পরীক্ষার নির্ঘণ্ট জারি করল বোর্ড।

   

কীভাবে পরীক্ষার নির্ঘণ্ট দেখবেন?

১) প্রথমে, CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in-এ যান।
২) এবার হোমপেজে Latest @ CBSE সেকশনে যান।
৩) সেখানে আপনি ‘CBSE Board Exam Datesheet 2025’ এর একটি লিঙ্ক পাবেন – এটিতে ক্লিক করুন।
৪) এখন দশম বা দ্বাদশ শ্রেণীর সময়সূচীর জন্য লিঙ্কে ক্লিক করুন
৫) পরীক্ষার নির্ঘণ্টটি আপনার স্ক্রিনে খুলবে।
৬) ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং নির্ঘণ্টটি ‘সেভ’ করুন।
৭) পরবর্তীতে কোনোরকম যান্ত্রিক গোলযোগ থেকে বাঁচতে পরীক্ষার নির্ঘণ্টটির ‘প্রিন্ট আউট’ নিয়ে রাখুন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন