HomeEducation-Careerবাংলাপক্ষের দাবি মেনে CAPF এর নিয়োগ পরীক্ষা এবার বাংলা ভাষাতেও

বাংলাপক্ষের দাবি মেনে CAPF এর নিয়োগ পরীক্ষা এবার বাংলা ভাষাতেও

- Advertisement -

১৫ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার থেকে CAPF এর নিয়োগ পরীক্ষা শুধুমাত্র ইংরেজী, হিন্দি নয়, দেওয়া যাবে বাংলা সহ মোট তেরোটি ভাষায়। এতেই দীর্ঘ আন্দোলনের পর জয় দেখছে বাংলা পক্ষ৷ কারণ,এই দাবিতে বাংলা পক্ষ দীর্ঘদিন লড়াই করছে। ২০২১ সালের ২১ শে ফেব্রুয়ারি সকল কেন্দ্রীয় সরকারি পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগের দাবিতে বাংলা পক্ষ প্রধানমন্ত্রীকে চিঠি দেয়। সেবার বাংলা পক্ষের সঙ্গে সহমত হয়ে স্বাক্ষর করেন পবিত্র সরকার, জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়ের মতো বিশিষ্টজনরা।

সম্প্রতি CAPF এর অন্তর্গত CRPF একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ও দেখা যায় সেখানে যথারীতি ইংরেজী ও হিন্দি ভাষাতেই দেওয়ার সুযোগ রয়েছে। বাংলা পক্ষর সাধারন সম্পাদক অধ‍্যাপক গর্গ চট্টোপাধ‍্যায় বিষয়টির প্রতিবাদ করে একটি ট্যুইট করেন, যেখানে অহিন্দি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীদের ট‍্যাগ করেন।

   

এরপরই বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন রাজ‍্যে। টুইটটি ভাইরাল হয়ে যায়।  রিটুইট করেন তেলেঙ্গানার মুখ‍্যমন্ত্রীপুত্র। প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তামিলনাড়ুর মুখ‍্যমন্ত্রী তথা অহিন্দি জাতির নায়ক এমকে স্ট‍্যালিন। চাপের মুখে শেষ পর্যন্ত নতুন নির্দেশিকা প্রকাশ করে ১৩ টা স্বীকৃত ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

এই জয় ভারতের সকল অহিন্দি জাতির জয়। এই জয়ের কাণ্ডারি গর্গ চট্টোপাধ‍্যায় ও তাঁর সংগঠন বাংলা পক্ষ। সেইসঙ্গে আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞ তামিল জাতির নায়ক এমকে স্ট‍্যালিনের কাছে। এভাবেই আগামীতেও অহিন্দি জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে হিন্দি সাম্রাজ্যবাদকে পরাস্ত করবো। প্রতিটা কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা বাংলা দেওয়া যাবে এই বাস্তবতা তৈরি করবে বাংলা পক্ষ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular