চাকরি প্রার্থীদের জন্য সুখবর, এই রাজ্য বিদ্যুৎ কোম্পানিতে প্রচুর শূন্যপদে নিয়োগ

দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে বেকারত্বের হার। এমন পরিস্থিতিতে করোনার কাঁটাকে পিছনে ফেলে স্বাভাবিক জীবন-যাপনে মানুষ ফিরে আসতেই, চাকরি প্রার্থীদের জন্য সুখবর এনে দিল বিহার স্টেট পাওয়ার…

job-news

দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে বেকারত্বের হার। এমন পরিস্থিতিতে করোনার কাঁটাকে পিছনে ফেলে স্বাভাবিক জীবন-যাপনে মানুষ ফিরে আসতেই, চাকরি প্রার্থীদের জন্য সুখবর এনে দিল বিহার স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেড (Bihar State Power Company Limited)। এখনি আপনিও আবেদন করুন। জেনে নিন বিস্তারিত –

আবেদনের শেষ তারিখ: Bihar State Power Company Limited – এর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
মোট শূন্য পদ: কোম্পানির বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৮৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

   

আবেদনের পদ্ধতি: বর্তমানে করোনা পরিস্থিতিতে, আবেদনের জন্য ঠিক করা হয়েছে অনলাইন মোড। যার ফলে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য, শিক্ষিত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট হল – bsphcl.co.in।

খালি পদসমূহ: পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেড, বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়োগ হবে –
১)জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: যেখানে খালি রয়েছে ৪২ টি পদ,
২) অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার: এই পদে খালি রয়েছে ২৭টি আসন,
৩) জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: খালি আসন রয়েছে ২৮টি,
৪) জুনিয়র ইঞ্জিনিয়ার: শূন্য রয়েছে ১৬টি পদ,
৫) স্টোর অ্যাসিস্ট্যান্ট: খালি আসন রয়েছে ১৫টি,
৬) কোরেসপন্ডেস ক্লার্ক: এই পদে খালি রয়েছে ১৪টি আসন,
৭) অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: এতে ১০টি পদ শূন্য রয়েছে,
৮) অ্যাকাউন্টস অফিসার: এখানে শুন্য আসন রয়েছে ১০টি,
৯) অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার: এতে খালি রয়েছে ৮টি আসন,
১০) লিগ্যাল সুপারভাইজার: খালি রয়েছে ৬টি পদ,
১১) অ্যাসিস্ট্যান্ট: এই পদে ৫ জনকে নিয়োগ করা হবে।
১২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: এই পদে নিয়োগ হবে ২ জন,
১৩) রেভেনিউ অফিসার: এখানে ২টি পদ খালি রয়েছে।

যোগ্যতা: প্রতিটি পদের জন্য পৃথক পৃথক যোগ্যতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন। এক্ষেত্রে একত্রিতভাবে তেমন কোনও নির্দিষ্ট যোগ্যতার কথা জানানো হয়নি, কোম্পানির তরফ থেকে।
বেতন: পদ অনুযায়ী বেতন ভিন্ন ভিন্ন হবে। নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
নির্বাচন পদ্ধতি: অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
বিস্তারিত কোনও তথ্য জানতে হলে, প্রতিবেদনে উল্লেখিত কোম্পানির ওয়েবসাইটে গিয়ে জানতে পারেন।