Recruitment: ব্যাঙ্ক অফ বরোদায় চলছে নিয়োগ প্রক্রিয়া

Bank Of Baroda job

ব্যাঙ্ক অফ বরোদার তরফে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফিনান্সিয়াল লিটারেসি সেন্ট্রাল কাউন্সিলার পদের জন্য নিয়োগ চলছে।আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন ২০২৩।

আবেদন করা যাবে অনলাইনে। আবেদনপত্র পাওয়া যাবে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে। প্রার্থীদের ১ বছরের মেয়াদে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়সসীমা ৬৫ বছর। প্রার্থীদের মাসিক ২৩০০০ টাকা বেতন দেওয়া হবে।

   

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি এবং সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

যোগ্যতা হিসাবে স্থানীয় ভাষার সঙ্গে ভালভাবে পরিচিত হতে হবে। ট্রেনিং এবং কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে। ব্যাঙ্কিংয়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অফলাইনে আবেদন করলে প্রার্থীরা আবেদনপত্র এই ঠিকানায় পাঠাতে হবে- The Regional Head, Bank of Baroda, Regional Office-Bengaluru North, 4 th Floor, 41/2, Vijaya Towers, MG Road, Bangalore – 560 001

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন