WTC 2023: স্বপ্নপূরণ হল না ভারতের, পঞ্চম দিনে ২০৯ রানে শেষ ভারতের ব্যাটিং

WTC 2023: চতুর্থ দিনে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রানে শেষ করে ভারত। আজ পঞ্চম তথা শেষ দিনে আরো ৭ উইকেট হারিয়ে যোগ করল মাত্র ৭৫…

India batting last for 243 runs on the fifth day

WTC 2023: চতুর্থ দিনে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রানে শেষ করে ভারত। আজ পঞ্চম তথা শেষ দিনে আরো ৭ উইকেট হারিয়ে যোগ করল মাত্র ৭৫ রান। অর্থাৎ, রান তাড়া করতে গিয়ে ভারতের ইনিংস গুটিয়ে গেল ২০৯ রানে। এগারো বছর পরেও আইসিসি ট্রফি তোলার স্বপ্ন এবারো অধরাই রয়ে গেল ভারতের কাছে।

চতুর্থ দিন ৪৪ রানে ব্যাটিং করছিলেন “কিং” কোহলি। পঞ্চম দিনে শেষ করলেন ৪৯ রানে। তাঁর এই পাঁট রানের যাত্রাতে শেষের ঘন্টা ফেললেন স্কট বোলান্ড। হাল্কা ফুল লেঙ্কথের একটা বল, ফোর্থ স্টাম্প লক্ষ করে ধেয়ে আসতেই এগিয়ে এসে মারতে যান কোহলি। বলটি তাঁর ব্যাটে লেগেই উড়ে যায় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। হাফ সেঞ্চুরি তো হলই না, ১৭৯ রানের মাথার দলের ৪ জনের হাত থেকে “ইতিহাস রচনা করার” কলমটাই কেড়ে নিল অস্ট্রেলিয়া।

অজিঙ্ক্য রাহানে তাঁর ওই ফুলে যাওয়া আঙুল নিয়েই চেষ্টা করে গেলেন। তাঁকে তো করতেই হত। বিসিসিআই ধরেই নিয়েছিল, তাঁর ব্যাট বুঝি আর চলবে না, কন্ট্রাক্ট থেকে বার করে দিয়েছিল তাঁকে। খেলা থেকে বার করা তো সহজ না!

রবীন্দ্র জাডেজা আসতে আশা দেখেছিলেন বোধহয়! সে আশাও টেকেনি। সেই সর্বনাশা বোল্যান্ডের বল জাড্ডুর ব্যাট ছুঁয়ে ধরা দিল অ্যালেক্স ক্যারির গ্লাভসে। ১৭৯ রান, দলের অর্ধেকজন সাজঘরের ভিতরে।

ভরত এলেন। রাহানের যাওয়ার পালা ঘনিয়ে এসেছে। আউট হলেন মিচেল স্টার্কের বলে। শূন্য হাতে ফিরলেন প্রথম ইনিংসে ৫০ করা “লর্ড” শার্দুল ঠাকুর। উমেশ যাদবকে নিয়ে ভরত যে কতদুর চেষ্টা করতে পারতেন, সে তর্কে যাওয়ার আগে উমেশ নিজেই চলে গেলেন। সেই স্টার্ক, সেই ক্যারি! কফিনে শেষ পেরেক পুতলেন নাথান লিঁও। ভরতের ৪১ বলে ২৩ বলের ইনিংস নিজে হাতে শেষ করলেন।

এর পর কার আর কি করার থাকতে পারে। অপর দিকে অশ্বিন থাকলে বড়জোর ডিফেন্ড করে যেতে পারতেন সিরাজ। বা একটা যশপ্রীত বুমরা থাকলে পঞ্চাশ করতে পারতেন মহম্মদ শামি! ২০৯ তো উঠতো না।

ভারতীয় সাজঘরে আগের দিনের ফেলে আসা খাবার আয়েশ করে খাওয়া হবে নাকি পেশাদারিত্বের দোহাই দিয়ে আরো একটা আইসিসি টুর্নামেন্ট হারার পরিকল্পনা চলবে কিনা, তা কেউ জানে না।

তবে আগের দিন মার্নাস লাবুশেনের কাঁচা ঘুম ভেঙে দিয়েছিলের মহম্মদ সিরাজ, ডেভিড ওয়ার্নারের উইকেট নিয়ে। আজ ওঁদের আর ঘুম আসবে না। ট্রফি নিতে হবে, ছবি তুলতে হবে! অনেক কাজ!