NET-এর পরীক্ষা বাংলা ভাষাতে নেওয়ার দাবিতে সোচ্চার বাংলাপক্ষ

এবার সর্বভারতীয় UGC NET-এর পরীক্ষা হিন্দি, ইংরেজির পাশাপাশি বাংলাতেও করার দাবিতে UGC চেয়ারম্যানকে চিঠি লিখল বাংলাপক্ষর। বাংলাপক্ষর প্রশ্ন, ‘সর্বভারতীয় UGC NET পরীক্ষা শুধুমাত্র হিন্দি ও…

bangla-pokkho-protest-in-kolkata

এবার সর্বভারতীয় UGC NET-এর পরীক্ষা হিন্দি, ইংরেজির পাশাপাশি বাংলাতেও করার দাবিতে UGC চেয়ারম্যানকে চিঠি লিখল বাংলাপক্ষর।
বাংলাপক্ষর প্রশ্ন, ‘সর্বভারতীয় UGC NET পরীক্ষা শুধুমাত্র হিন্দি ও ইংরেজিতে হয়। কিন্তু বাংলায় হয় না, তামিলের মাতৃভাষা হয় না, মালোয়ালি বা ওড়িয়ায় মাতৃভাষাতেও হয় না। কিন্তু হিন্দিভাষীদের মাতৃভাষায় হয়। কেন? বাঙালি সহ অহিন্দি জাতি বঞ্চিত কেন?’

এবার নেট পরীক্ষায় আবার সব প্রশ্ন ইংরেজিতেও ছিল না, শুধু হিন্দিতে ছিল। যার ফলে সমস্যায় পড়েছে বাঙালি ছেলেমেয়েরা। কেন? বাঙালিকে NET পরীক্ষা পাশ করতে গেলে হিন্দিতে পরীক্ষা দিতে হবে? হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লীকে ধিক্কার। ভারত তো বাঙালি স্বাধীন করেছে। তাহলে নিজের মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পায় না কেন? তার উপর এবার অনেক প্রশ্ন ইংরেজিতেও না থাকায় হিন্দিভাষীরা অনেক বেশি অনৈতিক সুবিধা পাবে।

   

বিহারের কিছু পরীক্ষা সেন্টারে দু-আড়াই ঘন্টা পর NET পরীক্ষা শুরু হয়। এর ফলে প্রশ্নপত্র ইন্টারনেটে চলে আসার সম্ভবনা থাকে এবং সেটাই হয়েছে সম্ভবত। এভাবে হিন্দি বলয়ে একের পর সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র লিক হচ্ছে। এটা বৃহৎ চক্রান্ত। কোনো সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র তো বাংলা, তামিলনাড়ু, ওড়িশ্যা বা মহারাষ্ট্রে লিক হয় না। এভাবেই হিন্দিভাষীদের সমস্ত সুযোগ দেওয়া হয়েছে, মূলত তারাই চান্স পাচ্ছে সর্বভারতীয় চাকরিগুলোয়। এটার তীব্র প্রতিবাদ জানায় বাংংলা পক্ষ।

Advertisements

NET পরীক্ষা ইংরেজি, হিন্দি, বাংলা সহ ২২ টা সরকারি ভাষায় করার দাবি জানিয়ে আগেই UGC চেয়ার‍ম্যান কে চিঠি দিয়েছিল বাংলা পক্ষ এবং সাক্ষাৎ করার জন্য এপোয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল। কিন্তু UGC র তরফে কোনো উত্তর পাওয়া যায়নি। আবারও UGC Chairman কে চিঠি দেওয়া হল।

বাংলায় SET পরীক্ষা আগে শুধুমাত্র ইংরেজিতে হতো। বাংলা পক্ষর লড়াইয়ের ফলে তা বাংলায় শুরু হয়েছে। বাংলাপক্ষ জানিয়েছে যে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ, সর্বভারতীয় UGC NET পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা আনবেই লড়াইয়ের মাধ্যমে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News